বিনামূল্যে রান্নার গ্যাস পেতে চান, আজই করুন এই কাজটি

সারা দেশ জুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে। যার জেরে নাজেহাল বিশ্ববাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এরই মধ্যে কিছুদিন আগেই সুখবর শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এবার তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস। এর ঘোষণা করার পরই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে পরিবারগুলি গ্যাস সিলিন্ডার নিয়েছেন আগামী তিনমাস তাদের বিনামূল্যে গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার। কবে থেকে মিলবে এই সুবিধা, এবং কীভাবেই বা এই সুবিধা পেতে পারেন, জেনে নিন বিস্তারিত।
Riya Das | Published : Apr 11, 2020 5:37 AM IST / Updated: Apr 11 2020, 11:10 AM IST
110
বিনামূল্যে রান্নার গ্যাস পেতে চান, আজই করুন এই কাজটি
এবার মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েই বড় ঘোষণা করেছে মোদী সরকার।
210
আগামী ৩ মাস দেশের ৮.৩ কোটি বিপিএল তালিকাভুক্ত পরিবারে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে।
310
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আপনাকে প্রথমে টাকা দিয়েই গ্যাস নিতে হবে। তারপর সরকার আপনার ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠিয়ে দেবে।
410

এই বিশেষ স্কিমের সুবিধা তারাই পাবে যাদের নাম এই যোজনায় রেজিস্টার করা রয়েছে।
510
এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের মোবাইল নাম্বার সবার আগে রেজিস্টার করাতে হবে।
610
এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের মোবাইল নাম্বার সবার আগে রেজিস্টার করাতে হবে।
710

এই স্কিমে নতুন সিলিন্ডার বুক করার জন্য অন্তত ১৫ দিনের গ্যাপ রাখতে হবে। ১ মাসে একটি সিলিন্ডারই বিনামূল্যে দেওয়া হবে।
810

যদি প্রতিটি পরিবারে চার জন করেও সদস্য থাকে, তাহলে এই ঘোষণায় উপকৃত হবেন প্রায় ৩৫ কোটি মানুষ।
910

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে পরিবারগুলি গ্যাস সিলিন্ডার নিয়েছেন আগামী তিনমাস তাদের বিনামূল্যে গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার। 
1010
জনধন যোজনায় যে মহিলারা অ্যাকাউন্ট খুলেছিলেন তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে দুবার এককালীন ১ হাজার টাকা করে দেওয়া হবে। 
Share this Photo Gallery
click me!

Latest Videos