‘iMobile Pay’-র ব্যবহারকারীরা যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটেও টাকা পাঠাতে পারবেন। এই অ্যাপ যে কোন ইউ পি আই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) আই ডি অথবা ব্যবসাকে টাকা দেওয়ার সুযোগ দেয়, বিল মেটানো এবং অনলাইন রিচার্জ করার সুযোগ দেয়। আবার সেভিংস অ্যাকাউন্ট, লগ্নি, ধার নেওয়া, ক্রেডিট কার্ড, গিফট কার্ড, ট্র্যাভেল কার্ড এবং আরো অনেক তাৎক্ষণিক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধাও জোগায়। আই সি আই সি আই ব্যাঙ্ক আজ ঘোষণা করল যে তাদের অত্যাধুনিক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile’ কে এমন একটা অ্যাপে পরিণত করা হয়েছে, যা যে কোন ব্যাঙ্কের গ্রাহকদেরই পেমেন্ট ও ব্যাঙ্কিং পরিষেবা জোগাবে।