নিয়মিত ১ টাকা করে জমালেই পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা, দুর্দান্ত সুযোগ এই সরকারি সংস্থার

করোনাকালে যে কোনও খাতে টাকা বিনিয়োগ না করাটাই শ্রেয়। বিশেষ করে সরকারের এমন কিছু স্কিম রয়েছে যেখানে সামান্য টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয়ের সুবিধা রয়েছে। সরকারের বিভিন্ন রকম স্কিম রয়েছে, যার মধ্যে একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। প্রতিদিন মাত্র ১ টাকা করে জমালেই হতে পারবেন ১৫ লক্ষ টাকার মালিক। জানুন কীভাবে।
 

Riya Das | Published : May 26, 2021 12:36 PM
19
নিয়মিত ১ টাকা করে জমালেই পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা, দুর্দান্ত সুযোগ এই সরকারি সংস্থার

সরকারের বিভিন্ন রকম স্কিম রয়েছে, যার মধ্যে একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। 

29

সরকারি এই স্কিমে প্রতিদিন মাত্র ১ টাকা করে জমালেই আপনি পাবেন বিপুল লাভ। পাশাপাশি মিলবে ট্যাক্স ছাড়। 

39

বিশেষত মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের জন্য এই যোজনা লঞ্চ করেছিল কেন্দ্র সরকার ৷

 

49


ছোট সেভিংস স্কিমের মধ্যে সবচেয়ে ভাল সুদের হার দেয় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ 

59

 আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ এবং সবচেয়ে বেশি ১.৫ লক্ষ টাকা জমা করা যাবে ৷ বর্তমানে এই যোজনায় ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে কেন্দ্র সরকার  ৷ 
 

69

কেন্দ্র সরকার এর আগে ৯.২ শতাংশ পর্যন্ত সুদ দিতো।  ৮ বছর বয়স হলেই মেয়েদের পড়াশোনার জন্য ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলেও নেওয়া যেতে পারে ৷

79

 সুকন্যা সমৃদ্ধি যোজনাতে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ বার্ষিক সুদে ম্যাচিউরিটিতে ৯,১১,৫৭৪ টাকা পাবেন গ্রাহকেরা ৷ এবং ২১ বছরে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫,২২,২২১ টাকা ৷ 
 

89

তবে প্রতিবছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্ট ৷ ফের অ্যাকাউন্ট চালু করতে ২৫০ এবং ৫০ টাকা পেনাল্টি চার্জ দিতে হবে গ্রাহককে ৷
  

99

পোস্ট অফিসে কিংবা ব্যাঙ্কেও সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলা যেতে পারে ৷ মেয়ের জন্মের থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই সরকারি যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ শুধু তাই নয় অ্যাকাউন্ট খোলার পর থেকে  মেয়ের  ১৮-২১ বছর বয়স পর্যন্ত  কিংবা বিয়ে হওয়া পর্যন্ত এই যোজনা চালানো যেতে পারে ৷
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos