নূন্যতম ১০০০ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পাবেন মোটা টাকা আয়ের সুবিধা, কীভাবে বিনিয়োগ করবেন


সামান্য ইনভেস্টে দ্বিগুন লাভ সকলেই চায়। বর্তমান সঙ্কট পরিস্থিতিতে এখন কোনওভাবেই তা সম্ভব নয়। তেমনই অগ্নিমূল্য বাজারে কেবল চাকরির উপর নির্ভর করে সেভিংস করা কখনওই সম্ভব হয়। এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে। এই স্কিমে বিনিয়োগ করলেই প্রতি মাসে মিলবে মোটা টাকা আয়ের দারুণ সুবিধা, জানুন কীভাবে কোথায় বিনিয়োগ করলে মিলবে মোটা টাকা রিটার্ন।

Riya Das | Published : Apr 22, 2021 8:15 AM IST
19
নূন্যতম ১০০০ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পাবেন মোটা টাকা আয়ের সুবিধা, কীভাবে বিনিয়োগ করবেন

ব্যাঙ্কে টাকা রাখলেও ঠিকমতো সুদ মিলছে না। সেভিংস নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে। পোস্ট অফিসের এই যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে  ভাল অপশন। 

29

পোস্ট অফিসের এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে।

39


পোস্ট অফিসের বেশ অনেকগুলি স্কিম রয়েছে, যেগুলিতে বিনিয়োগ করলে মোটা টাকা আয়ের সুবিধা রয়েছে। স্বামী-স্ত্রী দুজনে মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুললেই এবার মিলবে দ্বিগুণ লাভের সুবিধা ৷

49


 পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমের নাম মান্থলি ইনকাম স্কিম  ৷ এর  স্কিমের মাধ্যমেই এবার থেকে প্রতি মাসে মোটা টাকা আয় করতে পারবেন ৷

59


পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে আপনি সিঙ্গল অথবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তবে জেনে রাখা ভাল সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷

69


 কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখতে পারবেন ৷ অবসরপ্রাপ্ত কর্মী এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটি স্কিম হল  মান্থলি ইনকাম স্কিমে ৷ 

79


স্বামী ও স্ত্রী মিলে এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে যদি ৯ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সুদ হিসেবে বছরে ৫৯৪০০ টাকা রিটার্নও হিসেবে পেয়ে যাবেন । বর্তমানে এই স্কিমে ৬.৬ শতাংশ সুদ মিলছে ৷

89

এর ফলে আপনার ইনভেস্ট করা টাকাও যেমন সুরক্ষিত থাকবে তেমনি চাকরির বাইরেও  আপনি প্রতি মাসে মোট টাকা বাড়তি আয়ও করতে পারবেন ৷  প্রথমে ৫ বছরের জন্য ইনভেস্ট করতে পারেন পরে চাইলে আপনি আরও ৫ বছর বাড়াতেও পারবেন ৷

99


এই মান্থলি ইনকাম স্কিমের সবথেকে বড় সুবিধা হল দুই বা তিনজন মিলে এই অ্যাকাউন্ট একসঙ্গে খুলতে পারবেন ৷ এছাড়াও জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গল অ্যাকাউন্ট , আবার সিঙ্গল অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টকে  যে কোনও সময় ট্রান্সফার করাতে পারবেন ৷ অ্যাকাউন্ট বদল করার জন্য সমস্ত মেম্বারদের জয়েন্ট আবেদনপত্র জমা দিলেই তা হয়ে যাবে ৷
 

Share this Photo Gallery
click me!

Latest Videos