একান্ত প্রয়োজন হলে যদি ক্রেডিট কর্ড থেকে লোন নিয়েও থাকেন তাহলে অবশ্যই সঠিক সময় ইএমআই দেবেন। ইএমআই দিতে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু ক্রেডিট স্কোর খারাপ হয় সেই সঙ্গে কিন্তু আর্থিক জরিমানাও করা হয়। একেই উচ্চ সুদের হার, তারপর যদি জরিমানা আরোপ করা হয় তাহলে কিন্তু গোঁদের ওপর বিষফোঁড়ার মত অবস্থা হবে। কথায় বলে না, এক রামে রক্ষে নেই, সঙ্গে দোসর লক্ষ্মন। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই সঠিক সময় ইএমআই দিতে কখনও ব্যর্থ হবেন না।