বাম্পার অফার, ঘরে বসেই কাজের সুযোগ নিয়ে হাজির জিও

দুর্দান্ত অফার নিয়ে হাজির জিও।এই মুহূর্তে করোনা আতঙ্কে  গৃহবন্দি হয়েছেন গোটা বিশ্বের মানুষ। টানা ২১ দিনের এই লকডাউনে নাজেহাল অবস্থা সকলেরই। বর্তমান পরিস্থিতিতে ফের বাড়তে পারে লকডাউনের সময়সীমা। আর এই অবস্থায় অনেকেরই প্রায় কাজ বন্ধের মুখে। মহাসংকট পরিস্থিতিতে বাড়িতে বসেই কাজের সুযোগ এনে দিল জিও। গ্রাহকদের কথা মাথায় রেখেই ফের সুখবর নিয়ে হাজির জিও। বাড়ি থেকেই কীভাবে কাজ করে উপার্জন করবেন প্রয়োজনীয় টাকা। জেনে নিন বিশদে।

Riya Das | Published : Apr 9, 2020 7:03 PM
110
বাম্পার অফার, ঘরে বসেই কাজের সুযোগ নিয়ে হাজির জিও
কয়েকদিন আগেই জিওর নতুন অ্যাপ জিওপস লাইট অ্যাপ নিয়ে এসেছে রিলায়েন্স জিও। এই অ্যাপের মাধ্যমে জিও গ্রাহক অন্য কোনও জিও গ্রাহককে রিচার্জ করে দিতে পারবে।
210
এইজন্যই সবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তারপরেই রিচার্জ করা সম্ভব হবে।
310
জিওপস লাইট থেকে রিচার্জ করলেইএকমাত্র এই সুবিধা মিলবে। রিচার্জ করার সঙ্গে সঙ্গে কমিশন চলে আসবে আপনার অ্যাকাউন্টে।
410
জিওপস লাইট ইন্সটল করার পর নিজেকে জিও পার্টনার রেজিস্ট্রার করতে হবে।
510
এরপর ওয়ালেট রিচার্জ করে নিতে গেব।
610
৫০০, ১০০০, ২০০০ টাকা টপ আপ রিচার্জ করে ওয়ালেটে রেখে দেওয়া যাবে।
710
কিন্তু রিচার্জ করার আগে মাথায় রাখবেন ভুল করেও মাইজিও অ্যাপ কিংবা জিও ওয়েবসাইট থেকে রিচার্জ করবেন না।
810
তাহলে কিন্তু এই সুবিধা কখনওই পাওয়া যাবে না বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
910
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জিওপস লাইট থেকে রিচার্জ করলে ভাল অঙ্কের কমিশনও পাওয়া যাবে। প্রায় ৪.১৬ শতাংশ কমিশন পাওয়া যাবে।
1010
অ্যাপের মধ্যেই একটি পাসবই রয়েছে, সেখানেই সমস্ত তথ্য থাকবে। কোথায় রিচার্জ করা হয়েছে এবং তার বিনিময়ে আপনি কত টাকা পেয়েছেন সমস্তটাই দেওয়া থাকবে সেখানে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos