ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তৃতীয় স্থানে বার্নার্ড আর্লল্ট। লুইস ভিট্ট, মোয়েট, হেননেসে, ফেন্ডি, গিভেনচি ও স্ক্রিস্টিয়ান ডায়রের মালিক তিনি। ১০ ধন কুবের মধ্যে ৮ জনই আমেরিকিন। বিল গ্রেটস রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে ওয়ারেন বাফেট। ল্যারি পেজ আছেন ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে স্টিভ বলমান।