পেনশন স্কিম কেনার ৬ মাসের মধ্যেই মিলবে ঋণের সুবিধা, ৮০ বছর বয়সীরাও কিনতে পারবেন LIC-র এই পলিসি

দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। গ্রাহকদের জন্য  খুশির খবর নিয়ে হাজির এলআইসি। গত ১ জুলাই থেকে নতুন 'সরল পেনশন প্রকল্প' চালু করেছে এলআইসি। নয়া স্কিমে একক প্রিমিয়াম, তাৎক্ষণিক, বার্ষিক স্কিম রয়েছে। পেনশন স্কিম কেনার ৬ মাসের মধ্যেই পাবেন ঋণের সুবিধাও। ৮০ বছর বয়সীরাও কিনতে পাবেন এই স্কিম। আর কী কী সুবিধা পাবেন গ্রাহকেরা, জেনে নিন বিস্তারিত।
 

Riya Das | Published : Jul 5, 2021 5:30 PM
18
পেনশন স্কিম কেনার ৬ মাসের মধ্যেই মিলবে ঋণের সুবিধা, ৮০ বছর বয়সীরাও কিনতে পারবেন LIC-র এই পলিসি


গত ১ জুলাই থেকে নতুন 'সরল পেনশন প্রকল্প' চালু করেছে এলআইসি।

28

 এই প্ল্যানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে স্বামী অথবা স্ত্রীর নামও রাখা যেতে পারে। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই স্কিম কিনতে পারবেন।

38

এই পেনশন স্কিমে যদি মাসিক পেনশনের সুবিধা নিতে চান তবে প্রতি মাসে কমপক্ষে ১০০০ টাকা করে জমা দিতে হবে।

48

ঠিক একই রকমভাবে, ত্রৈমাসিক পেনশনের জন্য, এক মাসে কমপক্ষে ৩০০০ টাকা করে পেনশন স্কিমে বিনিয়োগ করতে হবে।

58

এলআইসির এই স্কিমে দুটি অপশনের মধ্যে একটি বেছে নিতে পারেন আপনি। প্রথমত, আজীবনের জন্য পেনশন পাবেন। এবং মৃত্যুর ক্ষেত্রে, বীমাকারীর ১০০ শতাংশ নমিনীকে দেওয়া হবে।

68


দ্বিতীয় ক্ষেত্রেও আজীবনের জন্য পেনশন পাবেন। এবং গ্রাহকের মৃত্যুর পরে স্বামী অথবা স্ত্রী আজীবন পেনশন পাবেন। এছাড়াও সর্বশেষ বেঁচে থাকা ব্যক্তির মৃত্যুর পরে ১০০ শতাংশ নমিনীকে দেওয়া হবে।

78

এলআইসির এই নতুন স্কিমটি www.licindia.in ওয়েবসাইট থেকে অনলাইনে কিনতে পারবেন। এছাড়া অফলাইনেও কেনা যাবে এই দুর্দান্ত পলিসিটি।

88

সর্বাধিক ক্রয়ের  উপর কোনও উর্ধ্বসীমা নেই। ৪০ থেকে ৮০ বছর বয়সীরা নিঃসন্দেহে এই পলিসি কিনতে পারবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos