লকডাউনে সুখবর, একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

Published : May 01, 2020, 04:38 PM IST

লকডাউনের মধ্যেই সুখবর। একধাক্কায় প্রায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম।  করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা বিশ্বকে। করোনা রুখতে একটানা লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। লকডাউনের জেরে সকলেই গৃহবন্দি। এরই মধ্যে দাম কমল ভতুর্কীহীন এলপিজি গ্যাসের। দেশের তেল সংস্থা এইচপিসিএল, বিপিসিএল, এবং এলওসি  ভর্তুকিহীন গ্যাসের দাম অনেকটাই কম করেছে। এই খবর শোনা মাত্রই মধ্যবিত্তের হেঁশেলে যেন স্বস্তি ফিরে এসেছে।  

PREV
110
লকডাউনে সুখবর, একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

 লকডাউনের জেরে সকলেই গৃহবন্দি। এরই মধ্যে দাম কমল ভতুর্কীহীন এলপিজি গ্যাসের।

210

দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা ৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১.৫০ টাকা ৷

310

 এছাড়া অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা দাঁড়িয়েছে ৷ 

410

 এছাড়া অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা দাঁড়িয়েছে ৷ 

510

এই রান্নার গ্যাস কমার ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ সকলেই উপকৃত হয়েছেন।

610

মে মাসের শুরুতেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার পিছু দাম কমে হয়েছে ৭৭৪.৫০ টাকা। আগে রান্নার গ্যাসের দাম ছিল ৮৩৯.৫০ টাকা। 

710

মুম্বইতে রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম কমে ৭১৪.৫০ টাকা হয়েছে। আগে সিলিন্ডার প্রতি দাম ছিল ৭৭৬.৫০ টাকা। 

810

 চেন্নাইতে সিলিন্ডারপিছু দাম কমে হয়েছে  ৭৬১.৫০ টাকা। আগে যার দাম ছিল ৮২৬ টাকা।

910

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। 

1010


দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দাম কমায় আবারও হাসি ফুটল মধ্যবিত্তের মুখে। 

click me!

Recommended Stories