ফের মাসের শুরুতেই একধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। বছরের শেষেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ল।
করোনার মহাসঙ্কটের মধ্যে ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। একই মাসে পরপর দুবার দাম বাড়ল রান্নার গ্যাসের।
১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে একলাফে ৫০ টাকা।
একই মাসে দু দফায় রান্নার গ্যাসের দাম বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের কলকাতার দাম দাঁড়িয়েছে ৭২০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাসের দামবৃদ্ধি এবার প্রভাব ফেলবে বাজারে। এছাড়া আগামীতে হোটেল-রেস্তোরাঁর খাবারের দাম আরও বাড়বে।
নভেম্বরের শেষে কেন্দ্র জানিয়েছিল, গ্যাসের দাম বাড়বে না। কিন্তু মাস ঘুরতে না ঘুরতে ছবিটা পুরো অন্য।
Riya Das