করোনা আবহে রাজ্য়ের পরিবহণ ব্য়বস্থার হাল খারপ। এখনও চালু হয়নি লোকাল ট্রেন। নেই পর্যাপ্ত বাসও। বেশিরভাগ বেসরকারি সংস্থার কর্মীরাই বাধ্য় হয়ে বাইকে চলা ফেরা করছে। সবজি-মাছ ব্য়বসায়ীরাও বাধ্য হয়ে গাড়ির সাহায্য় নিয়েছে। তবে জ্বালানির মূল্য কমায় খানিকটা স্বস্তিতে ফিরল কলকাতাবাসী।