পেট্রোলের লাগাতার দাম বাড়তে থাকায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। একে করোনা পরিস্থিতি এখন প্রায় প্রত্য়েকেই নিজের গাড়ি বেশি ব্য়বহার করছে। এদিকে দাম বাড়ায় আরও কষ্ট বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি শুক্রবার আবার দাম বাড়াল পেট্রোলের৷ এদিন লিটার প্রতি ১১ পয়সা দাম বেড়েছে পেট্রোলের৷ এই সপ্তাহে একদিন বাদ দিয়ে প্রতিদিন দাম বেড়েছে পেট্রোলের৷ অন্যদিকে অবশ্য অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম৷ শুক্রবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮১.৯৪ টাকা, ডিজেলের দাম ৭৩.৫৬ টাকায় স্থির রয়েছে ৷ প্রতিদিন সকাল ৬টায় তেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷