BIG ALERT, ছোট্ট এক মেসেজেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই নম্বর দেখলেই সতর্ক হোন

করোনার মহাসঙ্কট পরিস্থিতিতে অনলাইনে প্রতারণা দিন দিন বেড়েই চলেছে। একটানা লকডাউনে যাবতীয় কাজকর্ম  ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই সেরে নিচ্ছেন সকলেই। কোটি কোটি গ্রাহকদের সুরক্ষার কথা ভেবেই অ্যালার্ট জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সাবধান হয়ে যান এখনই। কারণ আপনার ছোট্ট একটি ভুলেই খোয়াতে পারেন সমস্ত জমানো টাকা।

Riya Das | Published : Jul 8, 2021 2:44 PM
18
BIG ALERT, ছোট্ট এক মেসেজেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই নম্বর দেখলেই সতর্ক হোন

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন প্রতারণা ক্রমশ বেড়েই চলেছে। কোটি কোটি গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার অ্যালার্ট জারি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। 

28

আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে সাবধান হয়ে যান এখনই। কারণ আপনার ছোট্ট একটি ভুলেই খোয়াতে পারেন সমস্ত জমানো টাকা।

38


অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি অ্যালার্ট জারি করা হয়েছে ৷ 
 

48

স্টেট ব্যাঙ্কের নাম করে একাধিক ফ্রড মেসেজ আসছে গ্রাহকদের কাছে ৷ গোটা ঘটনাটি  স্টেট ব্যাঙ্ককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন  এক ব্যক্তি৷ 

58


ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তির পদক্ষেপকে প্রশংসা করা হয়েছে ৷ পাশাপাশি এরকম মেসেজ থেকে সাবধান থাকার কথা বলা হয়েছে ৷ 
 

68

ওই ব্যক্তির শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, একটি বন্ধ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করার জন্য ফেক মেসেজ পাঠানো হয়েছে ৷ মেসেজে ৮৫০৯০০৭৫৯১ পাঠিয়ে বলা হয়েছে এই নম্বরে সার্পোট টিমের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্য শেয়ার করুন ৷

78


এসবিআই-এর আরও জানানো হয়েছ এই ধরনের কোনও নাম্বার থেকে মেসেজ, ইমেল, ফোন কল বা লিঙ্ক যেন এড়িয়ে চলেন গ্রাহকরা।
 

88

মহাসঙ্কট পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের বাঁচাতে এবং আর্থিক সমস্যার থেকে রক্ষা করতে এই সুরক্ষাকবচ দিয়েছে এসবিআই। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos