SBI-তে অ্যাকাউন্ট রয়েছে, এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন নগদ ২০ হাজার টাকা, জানুন কীভাবে

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, এবার গ্রাহকদের জন্য বড় খবর দিল এসবিআই। গ্রাহকদের ভাল পরিষেবা দেওয়ার জন্য সবসময়েই নানা প্রচেষ্টা করে থাকে এসবিআই। করোনার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে দুয়ারে পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক।  এবার বাড়িতে বসেই এসবিআই-এর পরিষেবার মাধ্যমে নগদ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ পেতে পারেন গ্রাহকেরা। কিন্তু কীভাবে পাবেন এই আকর্ষণীয় পরিষেবা, জেনে নিন বিশদে।

Riya Das | Published : Jul 21, 2021 6:47 AM IST
19
SBI-তে অ্যাকাউন্ট রয়েছে, এবার বাড়িতে বসেই পেয়ে যাবেন নগদ ২০ হাজার টাকা, জানুন কীভাবে

করোনার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে  দুয়ারে পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক।  গ্রাহকদের কথা ভেবেই এই নয়া পরিষেবা চালু করেছে ব্যাঙ্ক।
 

29


ব্যাঙ্কের এই দুয়ারে পরিষেবার ফলে ক্যাশ তোলা থেকে, পে অর্ডার, নতুন চেকবুক সহ অন্যান্য আরও সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকেরা।

39

এছাড়াও এবার বাড়িতে বসেই এসবিআই-এর পরিষেবার মাধ্যমে নগদ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ পেতে পারেন গ্রাহকেরা। 

49

স্টেট ব্যাঙ্কের দুয়ারে পরিষেবার ফলে  কমপক্ষে ১০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন।

59


এসবিআই টুইটে জানিয়েছে, এবার এসবিআই প্রতিটি গ্রাহকের দুয়ারে। নাম নথিভুক্ত করতে http:/bank.sbi/dsb এই লিঙ্কে ক্লিক করতে হবে।

69


এই পরিষেবায়  গ্রাহকেরা জয়েট, মাইনর, নন পার্সোনাল অ্যাকাউন্টে হোম ব্রাঞ্চের ৫ কিমির মধ্যেই এই সুবিধা পাবেন। এর বাইরে পরিষেবা পাবেন না গ্রাহকেরা।
 

79

নন ফাইন্য়ানশিয়াল লেনদেনের জন্য ৬০ টাকা সঙ্গে জিএসটি  এবং আর্থিক লেনদেনের জন্য ১০০ টাকা সঙ্গে জিএসটি  দিতে হবে।
 

89


এছাড়া ফাইন্য়ানশিয়াল ও নন ফাইন্য়ানশিয়াল লেনদেনের জন্য ৭৫ টাকা সঙ্গে জিএসটি  দিতে হবে।

99

ব্যাঙ্কের মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েবসাইট কিংবা কল সেন্টার থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়েপ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০১১১১০৩ নম্বরে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ফোন করতে পারবেন। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos