নববর্ষের ধামাকা অফার, বাংলায় শুরু হয়েছে ‘ব্যাঙ্গেল উৎসব ২০২১’

চৈত্রের শেষ এবং বাংলার নববর্ষ মানেই শপিং। আর এই উৎসব উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে  শুরু হয়েছে ‘ব্যাঙ্গেল উৎসব ২০২১’। নববর্ষ উৎসবের অঙ্গ হিসাবে সোনা, হীরে, প্ল্যাটিনাম ও রুপোর ২০০-র বেশি এক্সক্লুসিভ ডিজাইনের ব্যাঙ্গলের মধ্যে থেকে পছন্দের গহনা বেছে নিতে পারবেন ক্রেতারা। চুড়ির এই সাম্প্রতিকতম সম্ভার বিখ্যাত কারিগরদের হাতে তৈরি।

deblina dey | Published : Apr 13, 2021 5:01 AM IST
18
নববর্ষের ধামাকা অফার, বাংলায় শুরু হয়েছে ‘ব্যাঙ্গেল উৎসব ২০২১’

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সম্প্রতি একটা টিভিসিও প্রকাশ করেছে, যার নাম ‘হাঁ হম চুড়িয়াঁ পহনতে হ্যাঁয়’। 

28

এই ক্যাম্পেনে নিজ নিজ কাজ এবং পরিষেবার ক্ষেত্রে ব্যস্ত বিভিন্ন মহিলাকে দেখা যায়। সেই মহিলাদের হাতে চুড়ি, আর ভয়েস ওভার তাঁদের কণ্ঠস্বরের কাজ করে। 

38

সেই কণ্ঠে জীবনের সমস্ত স্তরে সেই মহিলাদের ক্ষমতা, শক্তি এবং দক্ষতার কথা বলা হয়। চালু ধারণা হল চুড়ি পরা দুর্বলতার লক্ষণ। এই টিভিসি সেই ধারণার বিরুদ্ধে কথা বলে।

48

এই উপলক্ষ্যে সোনা, হীরে, প্ল্যাটিনাম এবং রুপোর চুড়িতে অর্থকরী ছাড়ও দিচ্ছে। এই ছাড় গসিপ আইটেম আর রত্ন পাথরেও পাওয়া যাচ্ছে।

58

ক্রেতারা এই অফারের সুযোগ নিতে পারেন ১৮ এপ্রিল অবধি  সেনকোর স্টোরগুলোতে গিয়ে অথবা ই-কমার্স প্ল্যাটফর্ম sencogoldanddiamonds.com-এ ।

68

 সোনার গয়নায়  প্রতি গ্রামে ১৫০/- টাকা মূল্যের সোনা ছাড়। রুপোর জিনিসে মোট দামে ও মজুরিতে ১৫ শতাংশ ছাড়

78

 হীরের গয়নায় হীরের মূল্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।  গসিপ আইটেমের মোট দামে ১৫ শতাংশ ছাড়

88

প্ল্যাটিনাম গয়নার  মজুরিতে ২০শতাংশ ছাড়।  গ্রহরত্নে ১০ শতাংশ ছাড়

Share this Photo Gallery
click me!

Latest Videos