বাম্পার খবর, লকডাউনের মধ্যে রেকর্ড হারে পতন সোনার দামে

সারা দেশে একটানা লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। আর এই মারণ ভাইরাসের জেরে বড় ধাক্কা  পড়েছে অর্থনীতির উপর। দেশজোড়া লকডাউনে মধ্যেই রেকর্ড দাম কমল সোনার।  একধাক্কায় এতটা দাম কমায় আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।  তবে শুধু সোনাই নয়, রূপোর দামও অনেকটাই সস্তা হয়েছে। জেনে নিন আজকের দর।

Riya Das | Published : Apr 18, 2020 7:53 AM IST
110
বাম্পার খবর, লকডাউনের মধ্যে রেকর্ড হারে পতন সোনার দামে

এপ্রিলের শুরুতেও একধাক্কায় দাম কমেছিল সোনার। আবারও লকডাউনের মধ্যে রেকর্ড পতন হল সোনার দামে।

210

সোনা নিয়ে এমনিতেই চিন্তার শেষ নেই বাঙালিদের। একলাফে বাড়ছে তো আবার কমছে। এই নিয়ে নাজহাল মধ্যবিত্ত।

310

ঘরোয়া ইক্যুইটি বাজার এবং ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির ফলশ্রুতিতে এক ধাক্কায় তিন শতাংশের বেশি কমেছে সোনার দাম।

410

কিছুদিন আগেও আন্তজার্তিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমনের জেরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছিল। 

510

ফের লকডাউনের মধ্যেইমধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।

610

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪১,০৩০  টাকা।

710

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের  আজকের দাম  ৪৩,৪৫০ টাকা।

810

গত ১০ দিনের মধ্যে ৩ দিন ধরে  রেকর্ড হারে কমেছে এই সোনার দাম।  তার পাশাপাশি রূপোর দামও কমেছে।

910


মহামারীর আশঙ্কারও মধ্যেও ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাল সোনার বাজার।

1010


আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে। বিয়ের মরশুম,  সোনার দাম কমায় আখেরে অনেকটাই লাভ হয়েছে মধ্যবিওদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos