সারা দেশে একটানা লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। আর এই মারণ ভাইরাসের জেরে বড় ধাক্কা পড়েছে অর্থনীতির উপর। দেশজোড়া লকডাউনে মধ্যেই রেকর্ড দাম কমল সোনার। একধাক্কায় এতটা দাম কমায় আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে। দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। তবে শুধু সোনাই নয়, রূপোর দামও অনেকটাই সস্তা হয়েছে। জেনে নিন আজকের দর।