এবার ভর্তুকিবিহীন গ্যাসে মিলবে বিশেষ ছাড়, পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত

গ্রাহকদের জন্য সুখবর। বারোটি গ্যাসের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন দামেই গ্যাস সিলিন্ডার কেনেন গাহকরা। পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় গ্রাহকদের। দেশের একাধিক গ্রাহকেরা এই সুবিধা পেয়ে থাকেন। গ্রাহকদের হাতে সরাসরি না দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ওই টাকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

Riya Das | Published : Nov 21, 2020 10:45 AM IST

18
এবার ভর্তুকিবিহীন গ্যাসে মিলবে বিশেষ ছাড়, পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত

রান্নার গ্যাস নিয়ে বড় খবর। যে সমস্ত গ্রাহকেরা ভর্তুকি পান না,  এবার থেকে তারা পাবেন বিশেষ ছাড়ের সুবিধা।

28


বর্তমানে সরকারের তরফে ভর্তুকি বিহীন সিলিন্ডার গ্রাহকদের দেওয়া হচ্ছে না তবে বেশ কিছু সংস্থা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই সুবিধা। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ।
 

38


তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ওয়েল, এবং ভারত পেট্রোলিয়াম-এর পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে যারা অনলাইনে পেমেন্ট করেন তারাই পাবেন এই সুবিধা।

48

এর ফলে গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ বাড়বে। এবং সেই কারণেই গ্রাহকদের  এই সুবিধা দেওয়া হচ্ছে ।

58

এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের বেশ কিছু পদ্ধতি জানানো হয়েছে। এবার থেকে  গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে হবে।

68

 নগদ টাকা দিলে  কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না। বরং গুগল পে , ইউপি আই সহ একাধিক ডিজিটাল ওয়ালেট ব্যবহার করলেই মিলবে এই বিশেষ ছা়ড়।

78

এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ক্যাশব্যাকের সুবিধাও। আর তা ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন বলেও জানানো হয়েছে।

88

এছাড়াও ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলেও পাওয়া যাবে এই বিশেষ ছাড়ের সুবিধা। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos