ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে প্রচারে টক্কর অমিত-মমতার, শুভেন্দুর হয়ে রোডশো কেন্দ্রীয় মন্ত্রীর

পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মঙ্গলবারই শেষ হচ্ছে দ্বিতীয় দফার প্রচার। ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে ভোট প্রচারে আসছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হয় প্রচার করবেন তিনি। অন্যদিকে প্রচারে শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও  জনসংযোগের ওপর জোর  দেবেন বলেও আশা করছে রাজনৈতিক মহল। 
 

Asianet News Bangla | Published : Mar 30, 2021 5:12 AM IST
17
ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে প্রচারে টক্কর অমিত-মমতার, শুভেন্দুর হয়ে রোডশো কেন্দ্রীয় মন্ত্রীর

শেষ দিনের প্রচারে রীতিমত উত্তপ্ত হতে চলছে বঙ্গ বিধানসভা ভোটের ব্যাটালগ্রাউন্ড। মঙ্গলবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রেম রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বেহুয়ারিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত একটি রোডশো করবেন অমিত শাহ। 

27

দ্বিতীয় রোডশোটি করবেন তুতবাড়ি থেকে দেবরা ফ্লাইওভার পর্যন্ত এলাকায়। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে সামিল হয়ে তৃতীয় রোডশোটি করবেন পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া বাজার পর্যন্ত এলাকা। 

37

তিনটি রোডশো-এর পর দক্ষিণ ২৪ পরগনায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বেলা চারটে নাগাদ দেবীপুরের মাঠে নির্বাচনী সভা করবেন তিনি। 

47

 গতকাল অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আট কিলোমিটার একটি রোড শো করেন। তারপরই তড়িঘড়ি জনসংযোগ বাড়িতে অমিত শাহ নন্দীগ্রাম কেন্দ্রে আসরে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলেও সূত্রের খবর। এই কেন্দ্রীয় মমতার প্রতিদ্বন্দ্বী তাঁরএ মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারী। 
 

57

 তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই রাজনৈতিক দলের কাছেই  নন্দীগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে  দাঁড়িয়েছে। এই কেন্দ্র জয়কে পাখির চোখ করেছে দুই পক্ষ। পিছিয়ে নেই বামেরাও। জয় হাসিল করতে বাম প্রার্থী মীণাক্ষী মোটামুটি চোষে ফেলেছেন নন্দীগ্রাম। দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট কেন্দ্রে পরিণত হয়েছে নন্দীগ্রাম। 

67

জয়ের লক্ষ্যে গত তিন দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে গেছেন নন্দীগ্রামে। আর সেই কারণ ভোটের শেষ প্রচারে অমিত শাহর নন্দীগ্রাম সফর বিশেষ গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রায়পাড়া থেকে শিবমন্দির এলাকায় পর্যন্ত অমিত শাহ রোড শো করবেন। 
 

77

পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মঙ্গলবারই শেষ হচ্ছে দ্বিতীয় দফার প্রচার। ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রামে ভোট প্রচারে আসছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হয় প্রচার করবেন তিনি। অন্যদিকে প্রচারে শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ও  জনসংযোগের ওপর জোর  দেবেন বলেও আশা করছে রাজনৈতিক মহল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos