তৃণমূলের এই দুর্নীতির খতিয়ান যেমন বড় করে তুলে ধরছে বিজেপি, তেমনই মানুষকে টানছে তাদের সংকল্প পত্রে বলা বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পও। এই এলাকার একটা বড় অংশের মানুষ মৎসজীবি। বিজেপির ইস্তেহারে প্রতি বছর মৎসজীবিদের জন্য ৬,০০০ টাকা করে যে সবায়তা দেওয়ার কথা বলা হয়েছে, তা তারা পছন্দ করছেন। মহিলাদের জন্য বিনামূল্যে চিকিত্সা, কন্যা সন্তানের বিনামূল্যে পড়াশোনা, বিবাহের আগ পর্যন্ত নগদ ডোল সরবরাহ করার মতো প্রতিশ্রুতিগুলি টানছে মহিলা ভোটারদেরও। সেই সঙ্গে আগ্রহ তৈরি হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত-এর মতো প্রকল্পগুলি নিয়েও।