প্রসঙ্গত, গত১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে আইডি বিস্ফোরণকাণ্ডে জখম হন শ্রমদপ্তরের মন্ত্রী জাকির হোসেন। গুরুতর জখম হন কমপক্ষে ২৬ জন। তড়িঘড়ি তাঁকে কলকাতায় আনা হয়। জাকির সাহেবের স্ত্রী মীরা বিবি বলেন, আমার স্বামীকে এলাকায় দলমত নির্বিশেষে সকল মানুষ ভালোবাসেন।তাই তাঁর জিৎ নিশ্চিত । এদিকে জাকির বাবুর প্রচারপর্বের ক্ষেত্রে দলীয় নেতৃত্বকে সাহায্য করছেন জাকির হোসের ভাগনে রনি বিশ্বাস। তিনি বলছেন," মামা সারা বছর ধরে এলাকার মানুষের পাশে থাকেন,তাই মামার ভোটে জয়ী হওয়া ফ্যাক্টর নয়।তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি দরকার"। আর যাকে নিয়ে এত কথা সেই মন্ত্রী জাকির হোসেন এশিয়া নেট বাংলার প্রতিনিধি কে এদিন মৃদু হেসে জানান," আমার সঙ্গে ভোটে লড়াই করার মত কোন প্রতিদ্বন্দ্বী নেই ডান বাম,বিজেপি কোন পক্ষেই।আমি জিতবো।মানুষ জেতাবে এটা বিশ্বাস আমার"।