করোনা মোকাবিলায় লকডাউন মেনেই স্বাভাবিক জীবন, কী করবেন রইল তারই টিপস


করোনাভাইরাস মোকিবিলায় ২১ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিত গৃহবন্দি প্রায় গোটা দেশ।  কিন্তু জীবন কখনই থেকে থাকে না। প্রয়োজনে বাড়ি থেকে বার হতেই হয়। কখনও দরকার হয় টাকার। কখনও বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে দরকার হয় ওষুধ। ভাবছেন বাড়ির সব কাজ একা হাতে করতে হচ্ছে। পরিচারিকা বা পরিচারককে আসতে বলবেন। তাই তো। সে বিষয়ে একদম চিন্তা না করেলই পরিচারক বা পরিচারিকাকে ছুটিতে পাঠান। কারণ ওঁরা যাঁদের সঙ্গে মেলামেশা করেন তাঁদের আপনি একদমই চেনেননা। তাই এই মুহূর্তে নিজের একটু স্বাচ্ছন্দ্যের জন্য একদমই বাড়িতে বিপদ ডেকে না আনাই ভালো। আর এখন একদম বন্ধ রয়েছে বাস, ট্রাম, ট্রেন চলাচাল। তাই ছুটির মজা উপভোগ করতে এখনই বাড়ির বাইরে বার হওয়ার প্রয়োজন নেই। বাড়িতে পোষ্য থাকলে বার হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু তাও সাবধনতা অবলম্বন করেই বাইরে যান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন আমান্য করে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। আর আমাদের কয়েকটা দিনের কষ্ট আগামীকে অনেকটাই সুন্দর করবে। 

Asianet News Bangla | Published : Apr 3, 2020 6:58 AM IST

110
করোনা মোকাবিলায় লকডাউন মেনেই স্বাভাবিক জীবন, কী করবেন রইল তারই টিপস
আপনি ঘরেবন্দি রয়েছে। অথচ পাশেই লকডাউন উপেক্ষা করে চলছে উৎসব। এই অবস্থায় অভিযোগ জানাতে ১০০ ডায়াল করুন।
210
এটিএম পরিষেবা চালু রয়েছে। ব্যাঙ্কও রয়েছে খোলা। আর হাতে টাকা না থাকলে কোনও চিন্তা নেই। লেনদেন সবই চলছে।
310
পরিচারিকার অবর্তমানে গৃহকর্তীকেই সব কাজের দায়িত্ব নিতে হচ্ছে। এই অবস্থায় খাবারটা আনতেই পারেন বাইরে থেকে।
410
পরিবারের নিরাপত্তার কথা ভেবে একটু কষ্ট করুন। ছুটি দিয়েদিন পরিচারক অথবা পরিচারিকাকে।
510
লকডাউন। যানচলাচল প্রায় বন্ধ। অনলাইনে গাড়ি বুকিং বন্ধ।
610
জরুরী পরিষেবা চালু রয়েছে। খোলা রয়েছে ওষুধের দোকান।
710
জ্বালানী নিয়ে দুশ্চিন্তা করবেন না। খোলা রয়েছে পেট্রোল পাম্প। রান্নার গ্যাসের সাপ্লাই চালু রয়েছে।
810
অনলাইন শপিং পরিষেবা বন্ধ থাকলেও খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে অনলাইনে।
910
বাড়ির পোষ্য নিয়ে হাঁটতে যেতেই পারেন। তবে নিরাপত্তার কারণে এড়িয়ে চলুন জটলা।
1010
নিরাপদে বাড়িতেই থাকুন। অন্য রাজ্যে বা অন্য দেশে যাওয়ার চেষ্টা না করাই ভালো। বন্ধ সামান্ত। বন্ধ উড়ান ও ট্রেন পরিষেবাও।
Share this Photo Gallery
click me!
Recommended Photos