করোনাভাইরাস মোকিবিলায় ২১ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিত গৃহবন্দি প্রায় গোটা দেশ। কিন্তু জীবন কখনই থেকে থাকে না। প্রয়োজনে বাড়ি থেকে বার হতেই হয়। কখনও দরকার হয় টাকার। কখনও বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে দরকার হয় ওষুধ। ভাবছেন বাড়ির সব কাজ একা হাতে করতে হচ্ছে। পরিচারিকা বা পরিচারককে আসতে বলবেন। তাই তো। সে বিষয়ে একদম চিন্তা না করেলই পরিচারক বা পরিচারিকাকে ছুটিতে পাঠান। কারণ ওঁরা যাঁদের সঙ্গে মেলামেশা করেন তাঁদের আপনি একদমই চেনেননা। তাই এই মুহূর্তে নিজের একটু স্বাচ্ছন্দ্যের জন্য একদমই বাড়িতে বিপদ ডেকে না আনাই ভালো। আর এখন একদম বন্ধ রয়েছে বাস, ট্রাম, ট্রেন চলাচাল। তাই ছুটির মজা উপভোগ করতে এখনই বাড়ির বাইরে বার হওয়ার প্রয়োজন নেই। বাড়িতে পোষ্য থাকলে বার হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু তাও সাবধনতা অবলম্বন করেই বাইরে যান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে লকডাউন আমান্য করে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। আর আমাদের কয়েকটা দিনের কষ্ট আগামীকে অনেকটাই সুন্দর করবে।