বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিন যেসকল জেলায় মৃত্যু থামছিল না, তারাও এবার মৃত্যু শূণ্য হয়েছে। মৃত্যু থেমেছে দক্ষিণ ২৪ পরগণায়,মুর্শিদাবাদ , হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, , দার্জিলিং, জলপাইগুড়ি, মলদহ, হুগলি, কালিংপং, জেলা।