আরও একটি বিলাসবহুল তরীতে মিলল করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান। বিলাসতরীরে ২১৭ জন যাত্রীর মধ্যে ১২৮ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত। মন্টিভিডিও দ্বীপে বিলাসতরী নোঙ্গর করা হয়। উরুগুয়ে সরকারের পক্ষ থেকে জানান হয়েছে যাত্রীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। যেকোনও বিমানেই যাত্রীদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। মূলত অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকার যাত্রীরা ছিল এই বিলাসতরীরে। তাঁদের গন্তব্য ছিল অ্যর্ন্টাটিকা। গত ২১ মার্চ যাত্রা শুরু করেছিল এই বিলাসতরী।