ভারত বনাম ইংল্যান্ড - সুপার সানডে-তে চোখ রাখুন এই পাঁচ তারকা সংঘাতের দিকে

Published : Jun 30, 2019, 12:55 PM ISTUpdated : Jun 30, 2019, 12:56 PM IST

রবিবার বিশ্বকাপ ২০১৯-এর ৩৫তম ম্যাচে, বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। একদিনের ক্রিকেটের এক ও দুই নম্বর দল, বিশ্বকাপ জেতার সেরা দুই দাবিদারও ধরা হচ্ছিল। ইংল্যান্ড যদিও এখন বেশ সমস্যায় রয়েছে। তবে দুই দলেই তারকা ক্রিকেটারের অভাব নেই, যাঁরা একক দক্ষতায় ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারেন। মূল ম্য়াচের পাশাপাশি এঁদের ব্যক্তিগত সংঘাতই ম্য়াচের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। শুধু তাই নয় ম্যাচের ভবিষ্যতও নির্ভর করছে, এই ছোট লড়াইগুলো জেতার উপরেই।  

PREV
15
ভারত বনাম ইংল্যান্ড - সুপার সানডে-তে চোখ রাখুন এই পাঁচ তারকা সংঘাতের দিকে
বিশ্বকাপের আগেই আর্চার জানিয়েছিলেন যদি একজন কারোর উইকেট শিকার তাঁর লক্ষ্য হয়ে থাকে, সেটা বিরাট কোহলির উিকেট। লক্ষ্য কি পূরণ হবে তাঁর?
25
ম্যাচের আগে মাঠের বাইরে বিতর্কের ঝড় তুলেছেন বেয়ারস্টো। বুম বুম বুমরার সামনে ব্যাটে ঝড় কি আদৌ উঠবে?
35
ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভাল স্পিন খেলেন জো রুট। মাঝের ওভারে ইনিংস গড়ার দায়িত্বও তাঁর। কিন্তু চাহালের ঘুর্ণির দিশা পাবেন কি?
45
ইংরেজ ইনিংসের ডেথ ওভারে পঞ্চম গিয়ারে ব্য়াট করেন বাটলার। কিন্তু এদিন তাঁকে মোকাবিলা করতে হবে বাংলার পেসারের, যিনি আফগানিস্তান ম্য়াচে শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন।
55
এই লড়াইটা দুই অলরাউন্ডারের। বড় শট খেলা থেকে বল হাতে প্রতিপক্ষের উইকেট নেওয়া, এই ম্যাচে দুইজনেই বড় ভূমিকা নেবেন।
click me!

Recommended Stories