১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচিতে ভারত-পাকিস্তান (India vs Pakistan) টেস্ট। বল হাতে আগুন ঝড়াচ্ছেন ইমরান খান (Imran Khan), ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস (Waqar Younis)। সঙ্গে রয়েছে আবদুল কাদিরের স্পিনের ছোঁবল। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারতীয় দল (Idnain team)। সেই পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন ১৬ বছর বয়সের এক বিষ্ময় বালক। নাম সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রথমে দেখে কিছুটা অবাকই হয়েছিলে পাক পেস ব্যাটারি। ঠাট্টাও করেছিলেন তারা। অভিষেক ইনিংসে খুব একটা সফলও হননি সচিন। মাত্র ১৫ রানের ইনিংস খেললেও, কয়েকটি বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়ে গিয়েছে আগামি 'ভগবানের'।