সৌরভ মনে করেন যে দ্রাবিড়ের ‘তীক্ষ্ণতা, সতর্কতা এবং পেশাদারিত্ব’ এর মতো গুণাবলী রয়েছে। এই গুণ গুলোই দ্রাবিড়কে ভবিষ্যতে ভারতীয় কোচ হিসাবে সফল করে তুলবে। এছাড়া সৌরভ বলেন,'যে কাজ করে তারই ভুল হয়। রাহুলও ভুল করেছে। সবাই ভুল করে। তবে আমি জানি ও অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে বলেই, রাহুল এক সময় কোচ হিসেবে সাফল্য পাবে।