গ্রেগ-রাহুল কারসাজিতেই নাকি বাদ পড়েছিলেন সৌরভ, এবার দ্রাবিড় প্রসঙ্গে কী বললেন মহারাজ

ভারতীয় ক্রিকেট দলের (Inian Cricket team)হয়ে দীর্ঘ বছর একসঙ্গে ক্রিকেট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Gabguly) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেটের পটপরিবর্তনের সাক্ষী যে সকল ক্রিকেটাররা তাদের মধ্যে অন্যতম হলেন সৌরভ ও রাহুল। বর্তমানে ক্রিকেটকে বিদায় জানানোর পর বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে এমনও শোনা যায় বন্ধু হলেও গ্রেগ চ্যাপেল ও  রাহুল দ্রাবিড়ের কারসাজিতেই সৌরভের ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ। তবে এবার রাহুল দ্রাবিড় সম্পর্কে মুখ খুললেন সৌরভ।
 

Sudip Paul | Published : Apr 3, 2022 6:50 PM
110
গ্রেগ-রাহুল কারসাজিতেই নাকি বাদ পড়েছিলেন সৌরভ, এবার দ্রাবিড় প্রসঙ্গে কী বললেন মহারাজ

১৯৯৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে একসঙ্গে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও রাহুল দ্রাবিড়ের। সৌরভ শতরান করলেও, একটুর জন্য তা হাতছা়ড়া করেঠছিলেন রাহুল। সেই যে পথ চলা শুরু হয়েছিল তারপর একযুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন সৌরভ ও রাহুল। ভারতীয় ক্রিকেটের অসংখ্যা ইতিহাসের সাক্ষী এই দুই তারকা।
 

210

সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়র হওয়ার পর যখন টানা অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল রাহুল দ্রাবিড়ের, তখন উইকেট কিপার ব্য়াটসনম্য়ান হিসেবে খেলিয়ে ভারতীয় দলে জায়গা পাকা করার ব্যবস্থা করেছিলেন সৌরভ। ২০০৩ বিশ্বকাপেও উইকেট রক্ষক হিসেবে খেলেছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় সৌরভ পাশে না দাঁড়ালে হয়তো রাহুলের বাদ পড়া অবশ্যম্ভাবী ছিল।

310

কিন্তু শোনা যায় গ্রেগ চ্যাপেল যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়েছিলেন এবং সৌরভকে দল থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছিলেন তাতে সায় ছিল রাহুল দ্রাবিড়েরও। অধিনায়ক  হওয়ার জন্য এমন কাজ করেছিলেন রাহুল শোনা যায়। যদিও সৌরভ ও রাহুল এই নিয়ে আজ পর্যন্ত প্রকাশ্যে কোনও দিনই কোনও মন্তব্য করেননি। কিন্তু সেই সময় দুজনের সম্পর্কের অবনতি হয়েছিল বলে সূত্রের খবর।
 

410

তারপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। বর্তামানে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও রাহুল দ্রাবিড় দুজনেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ক্রিকেট থেকে দূরে সড়ে থাকতে পারেননি কেউই। বর্তমানে বিসিসিআইয়ে প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় ক্রিকেটের  মসনদে বসে দায়িত্বভার সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন সৌরভ। অপরদিকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়।
 

510

এবার রাহুল দ্রাবিড় সম্পর্কে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বললেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে সাফল্য পাবেন তার প্রাক্তন সতীর্থ। এই বিশ্বাস তার রয়েছে। নিউজিল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরে মাঠ সব ফর্ম্য়াটে জিতেছে ভারতীয় দল। কিন্তু দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম বিদেশ সফর দক্ষিণ আফ্রিকায় হারের মুখ দেখতে হয়েছে। তারপরও দ্রাবিড়ে আস্থা অটুট সৌরভের।
 

610

রাহুল দ্রাবিড় প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,'খেলার সময় রাহুল সবসময় নিজের ব্যাটিং নিয়েই চিন্তা করত। সবসময় পেশাদারি মনোভাব বজায় রেখে চলত। প্রতি মুহূর্তে দল নিবেদিত প্রাণ একজন চরিত্র ছিল রাহুল। সেই রাহুলের সঙ্গে এই রাহুলের একটাই তফাৎ। ও আর ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে কঠিন বোলারদের ফেস করে না।'
 

710

রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হিসেনে ইংল্য়ান্ড সফরে থাকাকালীন, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ভারতীয় দল খেলতে গিয়েছিল। সেখানে কোচ হিসেবে প্রথম গিয়েছিলেন দ্রাবিড়। তার আগে অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব সবকিছুই সাফল্যের সঙ্গে সামলেছেন দ্রাবিড়। তাই কোচ হিসেবে সৌরভের প্রথম থেকেই পছন্দের তালিকায় ছিলেন দ্য ওয়াল।
 

810

সৌরভ মনে করেন যে দ্রাবিড়ের ‘তীক্ষ্ণতা, সতর্কতা এবং পেশাদারিত্ব’ এর মতো গুণাবলী রয়েছে। এই গুণ গুলোই দ্রাবিড়কে ভবিষ্যতে ভারতীয় কোচ হিসাবে সফল করে তুলবে। এছাড়া সৌরভ বলেন,'যে কাজ করে তারই ভুল হয়। রাহুলও ভুল করেছে। সবাই ভুল করে। তবে আমি জানি ও অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে বলেই, রাহুল এক সময় কোচ হিসেবে সাফল্য পাবে।

910

এখানেই না থেমে দ্রাবিড় প্রসঙ্গে সৌরভ আরও বলেন,'খেলার জগতে কারও সঙ্গে তুলনা করা আমি পছন্দ করি না। সবাই এরকম হয় না। সবার কাজের ধরন আলাদা। ক‌্যাপ্টেন গাঙ্গুলি যেরকম, সেরকম কি ক‌্যাপ্টেন ধোনি? আবার বিরাটের কাজের ধরন একরকম। রোহিতের কাজের ধরন আরেকরকম। ফলে ওইভাবে তুলনা ঠিক চলে না। রাহুল অন্য স্বভাবের। আর সেই স্বভাব বজায় রেখেই সাফল্য পাবে।'

1010

ফলে অতীতে যাই ঘটুক না কেন, তার কতটা সত্যতা তা নিয়ে তর্ক রয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিজ়ের বন্ধুত্বে যে এতটুকু ফাটল ধরেনি সৌরভের এই মন্তব্যগুলি তার প্রমাণ। আর প্রয়োজনে এখনও তিনি যে দ্রাবিড়ের হয়ে ব্যাট ধরতে প্রস্তুত তাও পরিস্কার বুঝিয়ে দিয়ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos