শুধু শ্রীলঙ্কায় ভালো খেলা নয়, এই দলের লক্ষ্য অনেক বড়, অনুশীলনে মিলল ইঙ্গিত

কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ও অধিনায়ক শিখর ধওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে গিয়েছে টি ইন্ডিয়া। টি ২০ বিশ্বকাপের কথায় মাথায় রেখে এই দলে সুযোগ দেওয়া হয়েছে একাধিক তরুণ তুর্কীকে। বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া নীতিশ রানা, দেবদূত পাড়িকল, চেতন সাকারিয়ারা।
 

Sudip Paul | Published : Jul 3, 2021 12:10 PM IST
110
শুধু শ্রীলঙ্কায় ভালো খেলা নয়, এই দলের লক্ষ্য অনেক বড়, অনুশীলনে মিলল ইঙ্গিত

শ্রীলঙ্কা সফরে গিয়ে কোয়ারেন্টাই পিরিয়ড শেষ হতেই সুইমিং পুলে সময় কাটিয়ে শিখর ধওয়ানের দল।
 

210

অধিনায়ক, সহ অধিনায়ক সহ পুরো দলের বিন্দাস টাইম কাটানোর মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরল হয়েছে।
 

310

এবার কোয়ারন্টাইন পর্ব শেষে অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। প্রথম দিনের অনুশীলনে মূলত ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়।
 

410

আইপিএলের পর বেশ অনেকদিন ক্রিকেটের বাইরে ক্রিকেটাররা। তাই অধিনায়ক শিখর ধওয়ানও নিজের ফিটনেসের উপর জোর দিলেন।
 

510

দলের ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে গুরুক্বপূর্ণ বিষয়ে আলোচনাও সেরে নেন ধওয়ান।
 

610

অনুশীলন শেষে বাড়ি যাওয়ার সময় টিম বাসে পাশাপাশি বসে ছবি তোলেন দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া।
 

710

দলে একাধিক নতুন প্লেয়ার থাকলেও, কতজনকে এই ছোট সিরিজে সুযোগ দিতে পারবেন সে বিষয়ে সরাসরি কিছু বলেননি রাহুল দ্রাবিড়।
 

810

তবে বলেছেন, এই দলে সবাই ম্যাচ উইনার। কিন্তু নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি সিরিজ জয়ের বিষয়টিও মাথায় রাখতে হবে।
 

910

আগামি ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। ৩টি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য এই সিরিজকেই পাখির চোখ করেছে তরুণ তুর্কীরা।
 

1010

দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরলেও, তরুণ তুর্কীদের নিয়ে সিরিজে ভালো ফল করার বিষয়ে আশাবাদী কোচ রাহুল দ্রাবিড় থেকে অধিনায়ক শিখর ধওয়ান।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos