আইপিএলের সঙ্গে বিনোদনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তা সে দলের সঙ্গে জড়িত বলি নাইকা হোক আর স্টেডিয়ামে প্রিয় দলকে চিয়ার করতে উপস্থিত টলি-বলি সুন্দরি। একইসঙ্গে চিয়ার লিডারদের সৌজন্য ডান্সের সম্পর্কও আইপিএলের সঙ্গে একাত্ব হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে আইপিএলের ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফলে থাকবে না সেই বিনোদনের ছোঁয়া। কিন্তু ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিনোদনের সম্পর্ক নতুন নয়। এমন কিছু ভারতীয় ক্রিকেটাররা রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রের নৃত্যশিল্পীদের বিয়ে করেছেন বা করবেন। আজ জানুন এমন কয়েকজন ক্রিকেটারদের সম্পর্কে যাদের স্ত্রীরা নৃত্যশিল্পী।