২) কিংস ইলেভেন পঞ্জাব (১১টি সেঞ্চুরি)
দলগত বিচারে ১১ টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে থাকলেও আইপিএল জিততে পারেনি কিংস ইলেভেন পঞ্জাবও। প্রীতি জিনতার দলের হয়ে ক্রিস গেইল এবং হাশিম আমলা দুটি করে ও কে এল রাহুল, বীরেন্দ্র শেহবাগ, পল ভলথাঠি, ঋদ্ধিমান সাহা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেভিড মিলার একটি করে শতরান করেছেন।