আইপিএলে সবথেকে বেশি মেডেন ওভার করেছেন এই বোলাররা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

আইপিএল মূলত দর্শকদের বিনোদনের জন্য। আর দর্শকরা বেশি আনন্দিত হন ব্যাটসম্যানদের চার-ছয় দেখে। ফলে প্রথম থেকেই আইপিএলকে ব্যাটসম্যানদের খেলা হিসেবে তকমা দেওয়া হয়। কিন্তু আইপিএলে বোলাররা যে তাদের কৃতিত্ব দেখাননি এমনটা নয়। উইকেট তো নিয়েছেন একসঙ্গে মেডেন ওভার বল করে সকলের নজরও কেড়েছেন। কারণ টি২০ ক্রিকেটে মেডেন ওভার বল করা সত্যিই খুব একটা দেখা যায়না। সেখানে যারা এই কাজ এক নয় একাধিকবার করেছেন তারা সত্যিই কৃতিত্বের দাবি রাখে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এই সব পরিসংখ্যান তো চলছে চলবে। কিন্তু আজ আপনাদের জানাব আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মেডেন ওভার কারা করেছেন সেই পরিসংখ্যান।
 

Sudip Paul | Published : Sep 15, 2021 11:15 PM
110
আইপিএলে সবথেকে বেশি মেডেন ওভার করেছেন এই বোলাররা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

১. প্রবীণ কুমার- 
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মেডেন ওভার বল করেছেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসাপ প্রবীণ কুমার। নিজের আইপিএল কেরিয়ারে মোট ১১৯টি ম্যাচ খেলে ১৪টি মেডেন ওভার করেছেন প্রবীণ কুমার।
 

210

২. ইরফান পাঠান-
আইপিএলে মেডেন ওভার করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন বাঁ-হাতি ভারতীয় তারকা পেসার ইরফান পাঠান। একাধিক দলের হয়ে আইপিএলে মোট ১০৩টি ম্যাচ খেলেছেন, মেডেন ওভার করেছেন ১০টি।

310

৩. ধবল কুলকার্নি-
আইপিএলে দীর্ঘদিন ধরে খেলছেন মিডিয়াম পেসার ধবল কুলকার্নি। এখনও মুম্বই দলে রয়েছেন তিনি। নিজের আইপিএল কেরিয়ারে মোট ৯২টি ম্য়াচ খেলেছেন ধবল কুলকার্নি। মোট ৮টি মেডেন ওভার করেছেন তিনি।
 

410

৪. লাসিথ মালিঙ্গা-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পাশাপাশি সর্বোচ্চ মেডেন ওভারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ১২২টি ম্য়াচে মোট ৮টি মেডেন ওভার করেছেন মালিঙ্গা।

510

৫. সন্দীপ শর্মা-
আইপিএলে দীর্ঘ বছর ধরে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলছেন সন্দীপ শর্মা। মোট ৯৫টি ম্য়াচ খেলেছেন নিজের আইপিএল কেরিয়ারে। মোট ৮টি মেডেন ওভার করেছেন।

610

৬. ভুবনেশ্বর কুমার-
আইপিএলে দীর্ঘ দিন ধরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ভুবনেশ্বর কুমার। আইপিএলে ১২৬টি ম্য়াচ খেলেছেন  ভুবনেশ্বর কুমার। মোট ৮টি মেডেন ওভার করেছেন তিনি।

710

৭.ডেল স্টেইন-
প্রোটিয়া তারকা পেসার ডেইল স্টেইন আইপিএল কেরিয়ারে মেডেন ওভার করার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। আরসিবির হয়ে আইপিএল কেরিয়ার শেষ করেছেন তিনি। মোট ৭টি মেডেন ওভার করেছেন তিনি।
 

810

৮. অমিত মিশ্র-
অমিত মিশ্র আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার অমিত মিশ্র। আইপিএল কেরিয়ারে মোট ১৫৪টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ লেগ স্পিনার। মোট ৬টি মেডেন ওভার করেছেন তিনি।
 

910

৯. হরভজন সিং-
বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন অভিজ্ঞ কিংবদন্তী স্পিনার হরভজন সিং। আইপিএল কেরিয়ারে মোট ১৬৩টি ম্য়াচ খেলেছেন হরভজন সিং। মোট ৬টি মেডেন ওভার করেছেন তিনি।

1010

১০.জসপ্রীত বুমরা-
টি২০ ক্রিকেটে অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরা। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম অস্ত্র তিনি। আইপিএল কেরিয়ারে ৯৯টি ম্যাচ খেলেছেন বুম বুম বুমরা। মোট ৬টি মেডে ন ওভার করেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos