Published : Sep 02, 2020, 10:04 AM ISTUpdated : Sep 02, 2020, 10:24 AM IST
এক যুগ কেটে গেলেও নিজেদের প্রথম আইপিএল ট্রফি এখনও অধরা কিংস ইলেভেন পঞ্জাব দলের। এই বছর মরু শহরে কেএল রাহুলের নেতৃত্ব ও কোচ অনিল কুম্বলের তত্ত্বাবধানে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পঞ্জাব। গত সপ্তাহ থেকেই আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করেছে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামিরা। মাঝে একদিন ছুটিতে হোটেলের প্রাইভেট বিচে সময় কাটাল গোটা দল। আনন্দ, মজা, হুল্লোড়ে মেতে উঠল কিংসরা। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
কিংস ইলেভেন পঞ্জাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দলের সমুদ্র স্নানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। কিংস ইলেভেন পঞ্জাব টুইটে ক্যাপশন হিসেবে লিখেছে, 'ট্রেনিং দ্যি বিচ, থোরা ফান ভি জরুরি হ্যায়'।
212
ফের কড়া অনুশীলনে ফেরার আগে প্লেয়ারদের একটু হালকা রাখার জন্যই ও মজা উপভোগ করার জন্য কিংস ইলেভেন পঞ্জাব দলে তরফ থেকে এই সমুদ্র স্নানের ব্যবস্থা করা হয়।
312
বেশ খোশ মেজাজেই সমুদ্র সৈকতে পাওয়া গেল পুরো দলকে। জল কিছুটা গরম হলেও, ছুটির আনন্দে তাই উপভোগ করল কিংস ইলেভেন পঞ্জাব প্লেয়াররা।
412
সকলেই সমুদ্র স্নান উপভোগ করেছেন যে এমনটা নয়। অনেকেই বিচে বসে রাজকীয়ভাবে আড্ডাতেও মাতলেন। ছুটি উপভোগ করার সবরকম ব্য়বস্থাই ছিল।
512
ছুটির দিন হলেও, শারীরিক ফিটনেস তো ক্রিকেটারদের বজায় রাখতেই হবে। তাই স্নানের সময় সকলে একসঙ্গে বিচেই কিছুটা গা ঘামিয়ে নিলেন।
612
কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলকেও খোশ মেজাজে পাওয়া গেল সমুদ্র সৈকতে। রাহুলের এই হট, মাচো লুকের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
712
কিংসদের কোচ কুম্বলের ফটোগ্রাফির সখের কথা সকলের জানা। বিচেও অনিল কুম্বলে পাওয়া গেল তার ক্যামেরার সঙ্গে। জমিয়ে করেন ফটো সেশন।
812
মহম্মদ শামির ছবি তোলার জন্য মাটিতে শুয়ে পড়তেও দেখা গেল কুম্বলেকে। সকলের কৌতুহল জাগে কি এমন ছবি তুললেন কিংস ইলেভেন পঞ্জাবের কোচ।
912
এই সেই ছবি। মহম্মদ শামির হাতে চাঁদ ধরাতেই মাটিতে শুয়ে ছবি তুলছিলেন কুম্বলে। এই ছবির পর মজার ছলে কুম্বলে বলেন নীল আমস্ট্রংয়ের পর মহম্মদ শামি।
1012
কিংসদের অপর তারকা প্লেয়ার মায়াঙ্ক আগরওয়ালকেও সমুদ্র সৈকতে পাওয়া গেল খোশ মেজাজে। বিচের চেয়ারে বসে ফটো সেশন করতেও দেখা গেল তাকে।
1112
বাংলার তারকা প্লেয়ার ঈশান পোড়েলও জমিয়ে উপভোগ করলেন সমুদ্র স্নানের মজা। পঞ্জাব দলের হয়ে নিজেকে প্রমাণ করতেও মরিয়া বাংলার পেসার।
1212
কিংস ইলেভেন পঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসকেও বিন্দাস মুডে পাওয়া গেল। তিনিও উপভোগ করলেন সমুদ্র স্নানের মজা। ছুটির দিনে সমুদ্র স্নান ও একাধিক বিনোদনের শেষে ফের অনুশীলনে ফেরেন কিংসরা।