নতুন 'প্রেমে' পড়েছেন ধোনি, পৌছে গিয়েছেন বেড রুমে, বাধ্য হয়ে মানতে হয়েছে সাক্ষীকে

ধোনি-সাক্ষীর বিয়ের পর কেটে গিয়েছে ১১ টা বছর।  ৪ জুলাই নিজেদের বিবাহ বার্ষিকী পালন করেছেন তারা। কিন্তু ধোনির জীবনের গোপন রহস্য ফাঁস করলেন সাক্ষী। ধোনির জীবনে যে 'নতুন ভালোবাসা' এসেছে সেই কথা জানালেন সাক্ষী। যা নেট দুনিয়ায় ইতিমধ্য়েই ভাইরাল।
 

Sudip Paul | Published : Jul 6, 2021 2:50 PM IST
110
নতুন 'প্রেমে' পড়েছেন ধোনি, পৌছে গিয়েছেন বেড রুমে, বাধ্য হয়ে মানতে হয়েছে সাক্ষীকে

১১ তম বিবাহ বার্ষিকীতে সাক্ষীকে ভিন্টেজ গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিম ধোনি।
 

210

সেই দিনই ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের সোশ্যাল সাইটে সাক্ষাৎকার দেন সাক্ষী ধোনি।
 

310

সেখানে ধোনির সঙ্গে তার প্রথম দেখা হওয়া, পরিচয়, প্রেম, বিয়ে ও সংসার নিয়েও নানা অজানা তথ্য জানিয়েছেন।
 

410

সাক্ষী বলেছেন,'ধোনিই আমাকে গোটা বিশ্ব দেখিয়েছে। আমি আজ যতটুকু যা শিখেছি, সবটাই ওর জন্য।'
 

510

তবে শুধু সুখ নয়, সংসারের চিন্তার কারণও জানিয়েছেন সাক্ষী। কারণ ধোনির নতুন 'ভালোবাসার' কথা সেই সাক্ষাৎকারে ফাঁস করেছেন সাক্ষী।
 

610

সাক্ষী জানিয়েছেন, ধোনির জীবনে নতুন ভালোবাসা এসেছে। যা শুধু সংসারে নয়, প্রবেশ করেছে ধোনি-সাক্ষীর বেড রুমেও।
 

710

যা নিয়ে খুবই চিন্তিত সাক্ষী। কারণ ক্রিকেটকে বিদায় জানানোর পর পাবজি আর কল অফ ডিউটি ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন ধোনি।
 

810

সাক্ষী জানিয়েছেন, ঘুমের সময়ও এই সমস্ত ভিডিয়ো গেমের চিন্তায় মগ্ন থাকেন। ধোনি ঘুমের ঘোরে পাবজি নিয়ে কথা বলতে থাকেন৷ 
 

910

সাক্ষীর ভিডিও গেম একদম পছন্দ নয়। কিন্তু ধোনি যেভাবে নতুন ভালোবাসার প্রতি আসক্ত হয়ে পড়েছেন, তা বাধ্য হয়েই মেনে নিয়েছেন সাক্ষী।

1010

সাক্ষী জানিয়েছেন, ধোনি সব সময় নতুন কিছু করতে পছন্দ করে। তাই হয়ত ও এই সমস্ত গেম ওর প্রিয়। ফলে শুধু কিশোররাই নয়, পাবজি ও কল অফ ডিউডির মতো গেমে যে ধোনিও যে ডুবে থাকেন তা সাক্ষীর কথাতেই স্পষ্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos