দীপাবলিতে রোম্যান্টিক মেজাজে বিরুষ্কা জুটি, প্রেমের খুনসুটি ধরা দিল অ্যালবামে

একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও অন্য জন ভারতের অন্যতম তারকা অভিনেত্রী। বিরুষ্কা জুটি মানেই অল টাইম সুপারহিট। এই প্রেম পর্বে বিরাট কোহলির ডেডিকেশন হোক বা অনুষ্কা শর্মার সহায়তা ক্ষামতি থাকে না কোনও কিছুই। এক কথায় বলতে গেলে মেড ফর ইচ আদার। ভারতীয় দল থেকে এই মুহূর্তে ছুটিতে আছেন অধিনায়ক বিরাট। নামবেন না বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজেও। আর সেই ছুটিতে চুটিয়ে বউয়ের সঙ্গে সময় কাটাছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মার সঙ্গে রঙিন লুকেই দীপাবলি কাটালেন বিরাট। একই সঙ্গে বিরাট ও অনুষ্কা দীপাবলির শুভেচ্ছা জানান সবাইকে। একই সঙ্গে খুনসুটিতে মাতলেন ভারতীয় দলের অধিনায়ক ও দেশের অন্যতম সেরা অভিনেত্রী। সেই রোম্যান্টিক মেজাজের অ্যালবাম।

Anirban Sinha Roy | Published : Oct 28, 2019 10:25 AM IST
15
দীপাবলিতে রোম্যান্টিক মেজাজে বিরুষ্কা জুটি, প্রেমের খুনসুটি ধরা দিল অ্যালবামে
ফ্যাশন নিয়ে সব সময় সচেতন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে অন্যতম গ্ল্যামার বয় বিরাট। আর সেই নিয়ে বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্টে কাত ৮ থেকে ৮০। এবার দীপাবলিতে নয়া সাজে বিরাট ও অনুষ্কা।
25
আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে টি২০ তেকে বিশ্রামে আছেন বিরাট। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত। আর সেই নেপথ্যে রয়েছে বিরাটের পারফরম্যান্সও। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ছুটিতে সব চাপ কাটিয়ে হাল্কা মেজাজে বিরাট কোহলি। বউ অনুষ্কার সঙ্গে হাসি খুশি বিরাট।
35
ভালোবাসার ত্রুটি নেই এই জুটির। দুজন দুজনকে কতটা চান সেটা প্রমান দিয়েছে এই জুটি আগেই। এবার দীপাবলির মেজাজে সেজে সুপারহিট বিরুষ্কা জুটি। প্রেম, খুনশুটি, আড্ডা, মজা তার সঙ্গেই দীপাবলিতে চললো ফোটোশুট।
45
বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল অনুষ্কা শর্মা। নিজের অভিনয়ের পাশাপাশি বিরাট কোহলির সঙ্গে দারুণ ভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন অনুষ্কা শর্মা। এবার দীপাবলিতে অন্যন্য় সেজে ওঠার চেষ্টায় অনুষ্কা শর্মা।
55
বিরাট কোহলি মানেই হ্যান্ডসাম ব্যাক্তিত্ব। ভারতীয় ক্রিকেটে কোহলির শতরান নিয়ে যেমনটা ক্রিকেট প্রেমীরা উৎসাহিত ঠিক তেমনই বিরাট ভক্তরা কিন্তু কোহলির স্টাইল স্টেটমেন্টে একেবারে কাত। আর দীপাবলিতে সেই সাবেকি লুকে বিরাট।
Share this Photo Gallery
click me!

Latest Videos