মরু শহরে তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ম্যাচ, জেনে নিন স্টেডিয়ামগুলির খুটিনাটি

বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের কারণে আইপিএলের এবারের সংস্করণ ভারতে আয়োজন করা সম্ভব হয়নি। তবে স্থগিত করার পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে আরব আমিরশাহী-কে বেছে নেয় আইপিএল আয়োজক কমিটি। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পযর্ন্ত তিনটি শহর শারজাহ, আবু ধাবি এবং দুবাইয়ে বসছে আইপিএল ২০২০-এর আসর। জেনে নিন ওই তিনটি স্টেডিয়ামের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। 

Reetabrata Deb | Published : Aug 24, 2020 4:48 PM IST / Updated: Aug 26 2020, 04:52 PM IST
16
মরু শহরে তিনটি ভেন্যুতে হবে আইপিএলের ম্যাচ, জেনে নিন স্টেডিয়ামগুলির খুটিনাটি

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম (আবু ধাবি)-
এই স্টেডিয়ামটি আরব আমিরশাহির বিখ্যাত স্টেডিয়াম গুলির মধ্যে একটি। স্টেডিয়ামটি ২০,০০০ দর্শক আসন বিশিষ্ট। এই মাঠে আগে টেস্ট ম্যাচও খেলা হয়েছে। ভারতের গড়পড়তা মাঠগুলির চেয়ে এই মাঠের বাউন্ডারি একটু বেশি বড়। 

26

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের আইপিএল ইতিহাস-
পূর্বে আইপিএল ২০১৪ এর সময় এই মাঠে ৭ টি ম্যাচ খেলা হয়েছিল। এই মাঠে রান তাড়া করা সাধারণত মুশকিল হলেও কিংস ইলেভেন পাঞ্জাব এই মাঠেই চেন্নাই সুপার কিংসের ২০৫ রান তাড়া করে জিতেছিল। সেটাই আইপিএলে এই মাঠের সর্বোচ্চ স্কোর। এই মাঠে আগের আইপিএলের ৭ টি ম্যাচের তিনটিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছিল, বাকিগুলিতে রান তাড়া করা দল জয় পেয়েছিল। একটি ম্যাচ সুপার ওভারে গিয়েছিল। 

36

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-
সংযুক্ত আরব আমিরশাহির সবথেকে বৃহৎ এবং আকর্ষণীয় স্টেডিয়াম হল দুবাইয়ের এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটির লোক ধারণা ক্ষমতা প্রায় ২৫,০০০ এর কাছাকাছি। যদিও স্টেডিয়াম বড় হলেও ক্রিকেট মাঠের দৈর্ঘ্যের দিক দিয়ে শেখ জায়েদের চেয়ে সামান্য ছোট এই স্টেডিয়ামের মাঠটি। 

46

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-
সংযুক্ত আরব আমিরশাহির সবথেকে বৃহৎ এবং আকর্ষণীয় স্টেডিয়াম হল দুবাইয়ের এই স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটির লোক ধারণা ক্ষমতা প্রায় ২৫,০০০ এর কাছাকাছি। যদিও স্টেডিয়াম বড় হলেও ক্রিকেট মাঠের দৈর্ঘ্যের দিক দিয়ে শেখ জায়েদের চেয়ে সামান্য ছোট এই স্টেডিয়ামের মাঠটি। 

56

শারজা ক্রিকেট স্টেডিয়াম-
এই স্টেডিয়ামটি চিরকালই ভারতীয় ক্রিকেটভক্তদের মনে আলাদা জায়গা করে রাখবে সচিন টেন্ডুলকারের ১৯৯৮ এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা মরুঝড় ইনিংসের জন্য। যদিও তিনটি স্টেডিয়ামের মধ্যে এটিই সবথেকে ছোট। মাত্র ১৭,০০০ দর্শক ধারণক্ষমতা রয়েছে এই দলের। 

66

শারজা ক্রিকেট স্টেডিয়ামের আইপিএল ইতিহাস-
২০১৪ সালে এই মাঠেও আইপিএলের কিছু ম্যাচ হয়েছিল। সেবার মোট ৬ টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এই মাঠে আইপিএলের দিক দিয়ে সর্বোচ্চ স্কোর ১৯৩। কিংস ইলেভেন পাঞ্জাব দু বার এই রান করেছিল মাঠে। এই মাঠে রান তাড়া করে জেতার ঘটনা বেশি ঘটেছে। আগেরবার মোট ৪ বার এই মাঠে কোন দল রান তাড়া করে জিতেছে। বাকি দু বার জয় এসেছে প্রথমে ব্যাট করা দলের পক্ষে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos