বিখ্যাত বাবার সৌজন্যে একেবারে ছোট থেকেই প্রচারের আলোয় থাকতে হয়েছে অর্জুন তেন্ডুলকরকে। তিনিও বাবার মতো ক্রিকেট খেলাকেই পেশা করেছেন। তিনি বাঁহাতি জোরে বোলার এবং ব্যাটার। ১৫৫ কিমি প্রতি ঘন্টা বেগে বল করতে পারেন তিনি। ২০১৮ সালে ভারতের অনুর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ঘটেছিল তাঁর। চলতি বছরেই ঘরোয়া টি২০-তে অভিষেক হয়, আর আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দল, তাঁকে কিনেছে।