ভারত তথা এশিয়ার প্রথম বিশ্বজয়ী অধিনায়ক (World Cup Wining Captain)। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার। ৪০০-র বেশি উইকেট, ৫০০০-এর বেশি রান সংগ্রহকারী একমাত্র টেস্ট ক্রিকেটার (Test Cricketer)। তিনি কপিল দেব (Kapil Dev)। নিজের ক্রিকেট কেরিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। ক্রিকেট মাঠের মতই তার ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম ও বিয়ের কাহিনিও খুবই ইন্টেরেস্টিং। ৬ জানুয়ারি কপিল দেবের জন্মদিন (Happy Birthday Kapil Dev) উপলক্ষ্যে চলুন জানা যাক কিংবদন্তী কপিল দেব ও তার স্ত্রী রোমি ভাটিয়ার প্রেম কাহিনি (Love Story)।