ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং বিয়ে করেছেন গীতা বসরাকে। বলিউড যোগের কারনে গীতা বসরাকে সকলেই চেনেন। কিন্তু হরভজন সিংয়ে একমাত্র শ্যালিকা রুবি সম্পর্কে খুব কম জানা গেলেও, তিনি তার দিদির থেকেও সুন্দরী। রুবির রূপে পাগন অনেকেই। শোনা যায় ভাজ্জির বিয়ের দিন জামাইবাবুর সঙ্গে খুব মজা করেছিলেন রুবি। আইপিএল শুরু আগে চলুন আজ জানা যাক ভাজ্জির শ্বশুর বাড়ি সম্পর্কে।
রুবি বসরা নানাভাবে তার জামাইবাবুর সঙ্গে মজা করেন। তারই কিছু নমুনা তুলে ধরা হল এই ছনির কোলাজে।
89
হরভজন সিং তার স্ত্রী এবংশ্যালিকার সঙ্গে একটি ফটোশুট করেছিলেন। যেখানে বেশ কিছু মজাদার মুহূর্ত ফ্রেমবন্দি করা হয়।
99
এই ছবি থেকেই আরও একবার বোঝা যায় হরভজন সিংয়ের একমাত্র শ্যালিকা কতটা সুন্দরী। জানা গিয়েছে নিজের ও শ্বশুর বাড়ির পরিবার নিয়ে বেশ সুখেই কাটছে হরভজনের দাম্পত্য জীবন।