হার্দিকের ফিটনেস টেস্ট নিয়ে এক বোর্ড বলেছেন, "চোট সারিয়ে যারা ফিরছে ক্রিকেটে, তাদের জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক। আইপিএল গাইডলাইন মেনে হার্দিকের ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। সেই পরীক্ষায় ও পাস করেছে। তবে হার্দিক কেমন বোলিং করছে, সেটা এনসিতে দেখানোর দরকার ছিল না। কিন্তু ও যথেষ্ট সময় ধরে বোলিং করেছে। ১৩৫ কিমি গতি ও বোলিং করেছে। ফিটনেসের ক্ষেত্রে ইয়ো-ইয়ো টেস্টেও পাস করেছে হার্দিক। সেখানে ওর স্কোর ১৭।"