হার্দিক পান্ডিয়ার আইপিএল ২০২২-এ খেলা নিয়ে বড় ঘোষণা, কি জানাল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি

চোটের কারনে দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আইপিএল ২০২২ (IPL 2022) -এ নতুন দল গুজরাট টাইটানস (Gujarat Titans) তাকে নিয়ে অধিনায়ক করলেও ফিটনেস পরীক্ষা ( Fitness Test) পাশ না করতে পারলে আইপপিএল (IPL) খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল হার্দিকের। ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) গিয়েছিলেন হার্দিক। অবশেষে জানা গেল হার্দিকের আইপিএল ভবিষ্যৎ।

Sudip Paul | Published : Mar 17, 2022 11:37 AM
18
হার্দিক পান্ডিয়ার আইপিএল ২০২২-এ খেলা নিয়ে বড় ঘোষণা, কি জানাল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি

আইপিএল ২০২২ -এর মেগা নিলামের আগেই গুজরাট টাইটানস দল দলে নিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে দলে পাওয়ার জন্য ১৫ কোটি টাকা খরচ করতে হয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিকে। দলের অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে।
 

28

কিন্তু দীর্ঘদিন ধরেই কাঁধের চোটের সমস্যায় ভুগছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দল থেকে বাইরে রয়েছেন তিনি। নিজেকে পুরোপুরি ফিট করার জন্য কঠোর পরিশ্রমও করেছেন হার্দিক। কিন্তু বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্য়াবে যাননি তিনি। ব্যক্তিগতবাবে চালাচ্ছিলেন ট্রেনিং।
 

38

নিজে যে ব্যক্তিগতভাবে কঠোর পরিশ্রম করছিলেন সেই ছবিও সামনে এসেছে একাধিকবার। নিজেকে পুরোপুরি ফিট করতে তুলতে আগের মতো ব্য়াটিং-বোলিং সব বিভাগে পারফেক্ট কররে তুলতে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন তিনি।
 

48

কিন্তু আইপিএল শুরুর আগে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল ছোট সংশয়। কারণ চোট থেকে যারা ফিরছে তাদের আইপিএল খেলতে হলে এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পাওয়াটা বাধ্যতামূলক। তাই শেষমেশ ইয়ো ইয়ো টেস্ট দিতে বেঙ্গালুরুতে পৌছান হার্দিক।
 

58

হার্দিকের ফিটনেস টেস্ট নিয়ে উদ্বিগ্ন ছিল তার নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসও। তবে আইপিএল শুরুর আগে এল সুখবর। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডমির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ফিটনেস টেস্টে পাশ করেছেন হার্দিক।

68

এনসিএ-র ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ, এনসিএ-র ফিজিও, টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল ফিটনেস টেস্ট নিয়েছেন হার্দিকের। শুধু ফিটনেস টেস্ট দেওয়াই নয়, বোলার হার্দিকেও সন্তুষ্ট বিসিসিআই  আধিকারিকরা।
 

78

হার্দিকের ফিটনেস টেস্ট নিয়ে এক বোর্ড বলেছেন, "চোট সারিয়ে যারা ফিরছে ক্রিকেটে, তাদের জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক। আইপিএল গাইডলাইন মেনে হার্দিকের ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে। সেই পরীক্ষায় ও পাস করেছে। তবে হার্দিক কেমন বোলিং করছে, সেটা এনসিতে দেখানোর দরকার ছিল না। কিন্তু ও যথেষ্ট সময় ধরে বোলিং করেছে। ১৩৫ কিমি গতি ও বোলিং করেছে। ফিটনেসের ক্ষেত্রে ইয়ো-ইয়ো টেস্টেও পাস করেছে হার্দিক। সেখানে ওর স্কোর ১৭।"  

88

ফলে অধিনায়ক হিসেবে নিজের আইপিএল কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে আর কোনও বাধা রইল না হার্দিক পান্ডিয়ার। এবার আইপিএল ২০২২-এ গুজরাট টাইটানসকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য হার্দিকের। বল হাতেও  চমক রয়েছে বলে জানিয়েছেন হার্দিক। এবা শুধু তাকে ২২ গজে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos