অ্যারন ফিঞ্চ
আইপিএলে ঘন ঘন দল পরিবর্তন করে এবার বিরাট কোহলির সংসারে যোগ দিয়েছেন আরও এক অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ। তাকে এবার অরঞ্জ ক্যাপের আরও এক যোগ্য দাবিদার হিসেবে মনে করা হচ্ছে। ওপেনিং প্রথমে কিছুটা নিজেকে সময় দিয়ে তারপর বিগ শটে যান ফিঞ্চ। ফলে মরুদেশের পিচে সেট হয়ে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করবেন ফিঞ্চ। । আর কোহলি, এবি ডিভিসিয়ার্স, পার্থিব পটেল, মার্কাস স্টোয়নিস সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপে ফিঞ্চ তাঁর নিজের মতো খেলার সুযোগ পাবেন। আরসিবি-র হয়ে এই মরশুমে তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি। আইপিএলের মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করার জন্যও মরিয়া হয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক।