Published : Sep 08, 2020, 11:46 AM ISTUpdated : Sep 08, 2020, 12:14 PM IST
আর কয়েক দিনের অপেক্ষা তারপরই ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। ইতি মধ্যেই আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করে দিয়েছে সবকটি দল। করোনা আবহ হোক বা বিদেশের মাটিতে প্রতিযোগিতা যাই হোক, ভারতের কোটিপতি লিগে টাকা কিন্তু একই পরিমাণে উড়ছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক আইপিএল ২০২০-র সেরা দশ প্লেয়ারকে যারা সবথেকে বেশি টাকা পাচ্ছেন।