আইপিএল ২০২০-র সেরা ১০ কোটিপতি প্লেয়ার, দেখে নিনি তালিকা

Published : Sep 08, 2020, 11:46 AM ISTUpdated : Sep 08, 2020, 12:14 PM IST

আর কয়েক দিনের অপেক্ষা তারপরই ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। ইতি মধ্যেই আরব আমিরশাহিতে অনুশীলন শুরু করে দিয়েছে সবকটি দল। করোনা আবহ হোক বা বিদেশের মাটিতে প্রতিযোগিতা যাই হোক, ভারতের কোটিপতি লিগে টাকা কিন্তু একই পরিমাণে উড়ছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক আইপিএল ২০২০-র সেরা দশ প্লেয়ারকে যারা সবথেকে বেশি টাকা পাচ্ছেন।  

PREV
110
আইপিএল ২০২০-র সেরা ১০ কোটিপতি প্লেয়ার, দেখে নিনি তালিকা

১. বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৭ কোটি
 

210

২. প্যাট কামিন্স, কলকাতা নাইট রাইডার্স, ১৫.৫ কোটি

310

৩. এমএস ধোনি, চেন্নাই সুপার কিংস, ১৫ কোটি

410

৪. রোহিত শর্মা, মুম্বই ইন্ডিয়ান্স, ১৫ কোটি

510

৫. ডেভিড ওয়ার্নার, সানরাইজার্স হায়দরাবাদ, ১২.৫ কোটি

610

৬. স্টিভ স্মিথ, রাজস্থান রয়্যালস, ১২.৫ কোটি 

710

৭. সুনীল নারিন, কলকাতা নাইট রাইডার্স, ১২.৫ কোটি

810

৮. বেন স্টোকস, রাজস্থান রয়্যালস, ১২.৫ কোটি

910

৯. সুরেশ রায়না, চেন্নাই সুপার কিংস, ১১ কোটি

1010

১০. এবি ডিভিলিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১১ কোটি

click me!

Recommended Stories