সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন রাবিয়া, যেখানে বেশ খোলামেলা পোশাকেই দেখা যায় তাঁকে। রাবিয়া সিধু কি শিগগিরই বি টাউনে পা রাখছেন, তা নিয়েও চর্চা শুরু হয়। যদিও রাবিয়া সিধু এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। তবে প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর মেয়ে রাবিয়া সিধু যে ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস অবতার শেয়ার করতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট।