নারগিস খাতুন ও মহম্মদ আমির-
পাকসিতেনের প্রাক্তন তারকা ফাস্ট বোলার মহম্মদ আমির বিয়ে করেছেন ব্রিটিশ-পাকিস্তানি মেয়ে নারগিস খাতুনকে। আমিরকে যখন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় তখন দুজনের দেখা হয় লন্ডনে। তারপর ধীরে ধীরে ভালোবাসা হয় তাদের মধ্যে। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। ২০১৭ সালে তাদের একটি কন্যা সন্তান হয়।