জল্পনা আরও উসকে দিয়েছেন সুরেশ রায়না পত্নী প্রিয়াঙ্কা রায়না (Priyanka Raina)। এক প্রতিবেদনে ধোনির সতীর্থ সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা রায়নাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, সাক্ষী ধোনি (MS Dhoni) চার মাসের অন্তঃসত্ত্বা। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ধোনির পরিবারে নাকি নতুন সদস্য আসছে।