দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা। ১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই), ২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা), ৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ), ৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি), ৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর), ৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা), ৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি), ৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা, ৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট), ১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)