Shreyas Iyer: অভিষেক টেস্টে সেঞ্চুরি, একাধিক রেকর্ড শ্রেয়সের ঝুলিতে

কানপুরের (Kanpur) গ্রিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে (First Test) অনবদ্য সেঞ্চুরি (Century) করলেন শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। সাদা বলের ক্রিকেটে কয়েক বছর ধরে চুটিয়ে খেললেও টেস্ট অভিষেক হয়নি শ্রেয়স আইয়রের। সুযোগ মিলতেই অভিষেক টেস্ট (Debut Test) সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় তরুণ তারকা। এক ঝলকে দেখে নিন  কোন কোন রেকর্ড গড়লেন শ্রেয়স  আইয়র।
 

Sudip Paul | Published : Nov 26, 2021 8:40 AM IST
18
Shreyas Iyer: অভিষেক টেস্টে সেঞ্চুরি, একাধিক রেকর্ড শ্রেয়সের ঝুলিতে

কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় শ্রেয়স আইয়রের। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়র। ১৭১ বলে ১০৫ রান করেন তিনি।  ১৩টি চার ও ২টি ছয়ে সাজানো তরুণ ভারতীয় ক্রিকেটারের ইনিংস।

28

টেস্ট অভিষেকেই শতরান করে ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নিলেন শ্রেয়স আইয়ার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন শ্রেয়স।

38

শুধু ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক টেস্টে সেঞ্চুরি করাই  নয়, অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে সেঞ্চুরি গড়েও নজির গড়লেন শ্রেয়স আইয়র। শ্রেয়স ১৩ নম্বর ভারতীয় ক্রিকেটার, যিনি অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।

48

১৬ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৬ জন ক্রিকেটারের বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। এর আগে ৯ জন ক্রিকেটার ভারতের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। ১০ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্ট অভিষেকে শতরান করলেন শ্রেয়স।

58

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করলেন আইয়ার। তাঁর আগে ১৯৬৯ সালে কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ কানপুরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। শ্রেয়স করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

68

দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা।  ১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই), ২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা), ৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ), ৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি), ৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর), ৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা), ৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি),  ৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা, ৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট), ১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)

78

বিদেশে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয়রা। ১. আব্বাস আলি: বনাম ইংল্যান্ড (ম্যাঞ্চেস্টার), ২. সুরিন্দর অমরনাথ: বনাম নিউজিল্যান্ড (অকল্যান্ড), ৩. প্রবীণ আমরে: বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান), ৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: বনাম ইংল্যান্ড (লর্ডস), ৫. বীরেন্দ্র সেহওয়াগ: বনাম দক্ষিণ আফ্রিকা (ব্লুমফেন্টন), ৬. সুরেশ রায়না: বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

88

৩০৩ তম খেলোয়াড় হিসেবে ভারতীয় টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন শ্রেয়স আইয়র। এর  আগে সাদা বলের ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে খেললেও,  নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সুযোগ আসে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করার পর বিসিসিআইয়ের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় শ্রেয়স আইয়রকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos