এই চুক্তিতে, নিবন্ধন নথি অনুসারে, হরভজন সিং তার অ্যাকাউন্টে সরাসরি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে ১০.৬৪ কোটি পেয়েছেন। বাকি পরিমাণ অর্থ ক্রেতাকে বকেয়া হিসেবে এবং ডেভেলপারের বকেয়া অর্থ প্রদান করা হয়েছে। যেই কারণেই ৫২ লক্ষ টাকা লাভ হয়েছে ভাজ্জির। বাড়িটি নিয়ে নানারকম সমস্য়া হয়েছিল বলেই বিক্রি করে দিয়েছেন হরভজন।