টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ব্যর্থতার পর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি২০ ও টেস্ট সিরিজ (T20 series) থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের 'সিংহাসনে' বসে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য হিটম্যানের (Hitman)। ভারতীয় ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রকাশ্যে না হলেও দুজনের মধ্যে নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডের সংখ্যা অগুনতি। কিন্তু আজ আপনাদের জানাবো রোহিত শর্মার এমন কিছু রেকর্ডের বিষয়ে যা বিরাট কোহলির পক্ষে ভাঙা একপ্রকার অসম্ভব বলা যেতে পারে।