দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa Tour) প্রথম টেস্টে অনবদ্য সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার (Indian Opener) কেএল রাহুল (KL Rahul)। দলের সহ অধিনায়কত্বের (Vice Captain) দায়িত্ব ও দক্ষিণ আফ্রিকার মত চ্যালেঞ্জিং উইকেটে সেঞ্চুরি করার পর রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও করেছেন কেএল রাহুল। তা দেখে নিন এক নজরে।