হার্শল প্য়াটেল-
টি২০ ক্রিকেটে ডেথ ওভার স্পেশালিস্ট বলে পরিচিত হার্শল প্যাটেল। তার স্লোয়ার বোলিং ও নানা মিশ্রণ সমস্য়া ফেলে ব্য়াটসম্যানদের। কিন্তু প্রথম ম্য়াচে ব্যর্থ হন তিনি। ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে দলে থাকার সম্বাবনা রয়েছে। নিজের সেরাটাও দিতে মরিয়া হার্শল প্য়াটেল।