দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে মোট কটি পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

Published : Jun 11, 2022, 02:21 PM IST

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের (T20 Series) প্রথম ম্যাচে দিল্লিতে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket team)। ২১১ রানের বিশাল স্কোর করেও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয়েছে ঋষভ পন্থের দলকে। কটকে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়াষ ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে কেমন হতে চলেছে ভারতীয় দলের প্রথম একাদশ তা নিয়ে রয়েছেন জল্পনা। এক ঝলকে দেখে নিন দ্বিতীয় টি২০ ম্য়াচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ (Probable Playing XI of team India)।   

PREV
111
দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে মোট কটি পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

রুতুরাজ গায়কোয়াড়-
কেএল রাহুলের চোটের কারণে প্রথম ম্য়াচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। শুরুটা ভালো করলেও ২৩ রান করেই থামতে হয়েছিল তাকে। দ্বিতীয় ম্য়াচেও তার দলে থাকাটা পাকা। এবার সেই সুযোগ কাজে লাগাতে ও বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন রুতুরাজ।
 

211

ইশান কিশান-
প্রথম ম্য়াচে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন  তরুণ তারকা ব্য়াটসম্য়ান ইশান কিশান। খেলেছিলেন ৪৮ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস। দ্বিতীয় ম্য়াচও নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। দল এবং সমর্থকরাও ফের তার ব্যাট থেকে আরও একটি বড় ইনিংস দেখার অপেক্ষায়। 

311

শ্রেয়স আইয়র-
আইপিএল খুব একটা ভালো না গেলেও জাতীয় দলের জার্সিতে প্রথম ম্য়াচেই ছন্দে পাওয়া গিয়েছে শ্রেয়স আইয়রকে। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলেছিলেন ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দ্বিতীয় ম্যাচে আরও বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র।
 

411

ঋষভ পন্থ-
ভারতীয় দলের চার নম্বরে খেলবেন দলের উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ও সহ অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ম্য়াচে ব্য়াটে হাতে ঝোড়ো ২৯ রান করলেও তার অধিনায়কত্ব খুব একটা প্রশংসীত হয়নি। দ্বিতীয় ম্য়াচে নিজে ব্য়াট হাতে বড় রান করা ও দলকে জয় এনে দেওয়াই লক্ষ্য পন্থের।
 

511

দীনেশ কার্তিক-
আইপিএল ২০২২-এ ব্য়াট হাতে আরসিবির হয়ে অনবদ্য ফর্মে ছিলেন দীনেশ কার্তিক। একাধিক ম্য়াচে দুরন্ত ম্য়াচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদেই পেয়েছেন ভারতীয় দলে সুযোগ। প্রথম ম্য়াচে ২ বল ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে সুযোগ পেলে বড় ইনিংস খেলার অপেক্ষায় ডিকে।

611

হার্দিক পান্ডিয়া-
জাতীয় দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন হার্দিক পান্ডিয়া। বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও দলের অপরিহার্য অঙ্গ। ১২ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচেও নিজের ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক। বল হাতেও নিজের সেরাটা দিতে চান তিনি। 

711

অক্ষর প্য়াটেল-
কুলদীপ যাদব চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় প্রথম ম্য়াচতে বাঁ হাতি স্পিনার ও অলরাউন্ডার অক্ষর প্য়াটেল প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্য়াচে ব্য়াটে-বলে নিজের কার্যকারিতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন তিনিও।
 

811

যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্য়াচ একেবারেই ভালো যায়নি চাহলের। ২ ওভার ১ বল বোলিং করে দিয়েছেন ২৬ রান। দ্বিতীয় ম্যাচে সেরাটা দেওয়ার অপেক্ষায় চাহল।
 

911

ভুবনেশ্বর কুমার-
ভারতীয় দলে পেসা অ্যাটাকে প্রধান ও অভিজ্ঞ পেসার হিসেবে থাকতে চলেছে ভুবনেশ্বর কুমার। নতুন বলে সুইং করানোর দক্ষতা ও ডেথ ওভারে ভুবির বোলিং বড় শক্তি ভারতীয় দলের কাছে। প্রথম ম্য়াচে তিনিও ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে ভালো পারফর্ম করার অপেক্ষায় ভুবি।
 

1011

হার্শল প্য়াটেল-
টি২০ ক্রিকেটে ডেথ ওভার স্পেশালিস্ট বলে পরিচিত হার্শল প্যাটেল। তার স্লোয়ার বোলিং ও নানা মিশ্রণ সমস্য়া ফেলে ব্য়াটসম্যানদের। কিন্তু প্রথম ম্য়াচে ব্যর্থ হন তিনি।  ৪ ওভারে ৪৩ রান খরচ করে নিয়েছিলেন একটি উইকেট। দ্বিতীয় ম্য়াচে দলে থাকার সম্বাবনা রয়েছে। নিজের সেরাটাও দিতে মরিয়া হার্শল প্য়াটেল।
 

1111

উমরান মালিক-
প্রথম ম্য়াচে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আভেস খান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি। 

click me!

Recommended Stories